Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের প্রচারণায় জনস্রোত

‘ভয়কে জয় করে’ কনকনে শীতেও মাঠে নামছে মানুষ

ইনকিলাব রিপোর্ট | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

‘ভয়কে জয় করে’ নির্বাচনী প্রচারণায় মাঠে নামছে মানুষ। গ্রেফতার ভীতি-আতঙ্ক, নির্যাতন, পুলিশের ছত্রছায়ায় হামলার ভয়, রাস্তায় রাস্তায় পুলিশ প্রহরা, নিরাপত্তার নামে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব আচরণ এবং নানাবিধ হুমকি-ধমকির মুখেই কনকনে শীতের মধ্যেই নির্বাচনী প্রচারণায় নামতে শুরু করেছে সাধারণ মানুষ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সর্বত্রই প্রায় অভিন্ন চিত্র। এতে করে পাল্টাতে শুরু করেছে তৃর্ণমূলে প্রচারণার চিত্র। ৬৪ জেলার ৩শ আসনের কোথাও কোথাও এখনো পুলিশী বাধা আর মহাজোট প্রার্থী-কর্মী-সমর্থকদের হামলার ঘটনা এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় বাঁধা দেয়া হলেও রাজনীতি সচেতন মানুষ প্রচারণায় অংশ নিচ্ছে।
ইনবিলাবের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা জানান, যেখানে প্রার্থীরা নামছেন সেখানেই দেখা যায় মানুষের ঢল। গ্রামের হাট-বাজারগুলোতে চলছে জমজমাট প্রচারণা। ভোটের দিন ঘনিয়ে আসায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ পছন্দের দলের প্রার্থীদের পক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছে। বিভিন্ন পেশা-শ্রেণী, মহিলা এবং তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন একতরফা নৌকার প্রচারণা চোখে পড়লেও ধীরে ধীরে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। সেনাবাহিনী মাঠে নামলেই নির্বাচনী মাঠ কিছুটা হলেও সমতল হবে। তখন সর্বস্তরের মানুষ ঘর থেকে বের হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয় তা দেখতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। জাতিসংঘ, ওআইসি, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা, দাতাদেশ-সংস্থাসহ আন্তর্জাতিক মহল বাংলাদেশে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন দেখার জন্য মুখিয়ে রয়েছেন। জাতিসংঘ অংশগ্রহণমূলক শুধু নয় গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিইসি কে এম নুরুল হুদা, ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের উপর হামলা-মামলা, প্রচারণায় বাধা দেয়া এবং প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নও সজাগ দৃষ্টি রাখছেন নির্বাচনের ওপর। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের বিদেশী কূটনীতিকরা প্রতিদিন নির্বাচনী প্রচারণা, হামলা-মামলার খবরাখবর মনিটর করছেন। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন।
সারাদেশে নির্বাচনী প্রচারণা জমে উঠলেও কিছু কিছু আসনে প্রশাসনকে উলঙ্গভাবে ব্যবহার করে নৌকার প্রার্থীরা ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছে। আর আইন শৃংখলা বাহিনী ভয়ভীতি দেখানোর পাশাপাশি আইন পুরনো মামলার অজুহাত দেখিয়ে বিরোধী শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করছে। গতকালও রাজশাহীর বাগমারায় ব্যবসায়ীসহ ২০ থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই ঐক্যফ্রন্টের প্রার্থীর কর্মী সমর্থক। ময়মনসিংহের গৌরিপুরে ছাত্রদলের ৩জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে বিএনপির সহসভাপতিকে গ্রেফতার করা হয়েছে। মাগুড়ায় ধানের শীষ প্রতীরেক প্রার্থীর পক্ষ্যের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা গ্রেফতার চলছে। ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সাতক্ষিরায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর অর্ধশতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঝালকাঠিতে বিএনপি প্রার্থীর গাড়ী বহরে হামলা, নাটোরে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রচারণায় হামলা, ফরিদপুরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ‘হেলমেট’ বাহিনীর হামলা, নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থীর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে।
বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা : ১০টি গাড়ি ও ১২টি মোটরসাইকেল ভাঙচুর
নরসিংদী : নরসিংদী -৩, শিবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহীর গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীরা ৫ কর্মীকে পিটিয়ে আহত করে, ভাঙচুর করে ১০ টি গাড়ি এবং ১২ টি মোটরসাইকেল। এ সময় হামলাকারীরা দীর্ঘসময় মঞ্জুর এলাহীকে অবরোধ করে রাখে। মনজুর এলাহীর ভোট কর্মীরা জানিয়েছেন, নির্বাচনী গণসংযোগ শেষে তার গাড়িবহর স্থানীয় বিএনপি নেতা কানু মাস্টারের বাড়ি উদ্দেশে যাত্রা করলে পথিমধ্যে উৎপেতে থাকা আওয়ামী লীগের ঊশৃংখল নেতাকর্মীরা লাঠিসোঁটা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা একে একে ১০ টি গাড়ি ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরে বিএনপি প্রার্থীর ওপর হেলমেট বাহিনীর হামলা
ফরিদপুর : ফরিদপুর-৩ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীবিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের নির্বাচনী গণসংযোগকালে হেলমেট বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনার পর হেলমেটবাহিনীর উপস্থিতির কারণে চাঁদপুর ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর একটি পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে তিনি চকবাজারে সাপ্তাহিক হাটের দোকানী ও ক্রেতাদের মাঝে ছিলেন। এসময় থানার দিকে যাওয়ার পথে অপর দিক হতে হকিস্টিক ও লাঠিশোঠা নিয়ে প্রায় ২০ জনের মতো যুবক তার সামনে দিয়ে এসে পেছনে যায়। এরপর তারা শহর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন লাবলুর উপর হামলা করে। হামলায় পাঁচজন আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনুস আলী শেখ জানান, তিনি চৌধুরী কামাল ইউসুফের শরীর ঘেষে একেবারে ডান পাশে ছিলেন। এসময় হেলমেটপরা এক যুবক তার কলার ধরে টেনে পেছনে নিয়ে সজোরে আঘাত করে। এরপর তারা এলাপাথারী হামলা চালায় আমাদের উপর। ঘটনার পর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিমকে বিষয়টি জানালে কোতয়ালী থানার ওসি (তদন্ত) বিপুল কুমার দে হামলাকারীদের সরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দেন। ঘটনার পরই তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়ার কার্যালয়ে যেয়ে তাকে না পেয়ে মোবাইল ফোনে হামলার ঘটনা জানান । জেলা প্রশাসক এসময় বিষয়টি দেখবেন বলে তাকে আশ^স্ত করেন। এদিকে, শহরের গোপালপুরে ধানের শীষের একটি প্রচার মাইকের ব্যাটারী নিয়ে গেছে দূর্বৃত্তরা। এছাড়া ঝিলটুলীতে নারীদের একটি প্রচারণা টিমকে প্রচারণা বন্ধ করে চলে যেতে বাধ্য করেছে।
কাঁঠালিয়ায় বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা, ভাঙচুর
ঝালকাঠি ১ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় তিন নেতাকর্মী আহত হয়। কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের সিকদারেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিকদারেরহাট এলাকায় গণসংযোগ শেষে বানাই এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার ব্যবহৃত মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। আহত হয় তিনজন নেতাকর্মী। হামলার পরেও তিনি বানাই এলাকায় গণসংযোগ করেন। চেচরিরামপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ফরাজী ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়া ফরাজীর নেতৃত্বে এ হামলা হয়েছে বলে শাহজাহান ওমরের গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী।
নাটোর-২ আসনের বিএপির প্রার্থী আহত
নাটোর : নাটোরে নির্বাচনী প্রচারণার সময় আওয়মী লীগ কর্মীরা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা করেছে। তাদের ছোঁড়া ইটের আঘাতে নাটোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি হাতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী নাটোর জেলা বিএনপির সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি নলডাঙ্গায় যাওয়ার পথে ত্রিমোহনী ব্রীজ এলাকায় ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ কর্মী তার গাড়ী বহরে লাঠিসোটা নিয়ে হামলা করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের ছোঁড়া ইটের আঘাতে ছবি রক্তাক্ত জখম হয়ে হাতে আঘাত পান। এসময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। নলডাঙ্গা থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুরে প্রচারনায় আ’লীগ : বাধার মুখে বিএনপি
চাঁদপুর : চাঁদপুরে ৫টি আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কল্যানপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি । শাহমামুদ পুরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। উন্নয়নের ধারবাহিকতার কথা বলে ৫টি আসনে ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধার আর পরিবর্তনের জন্য ভোট চাইছেন বিএনপির প্রার্থীরা। ৩টি আসনে পুলিশের নীরব ভুমিকায় আওয়ামী লীগ কমীদের বাধার মুখে প্রচারনায় নেই বিএনপির প্রার্থীরা ।
মৌলভীবাজারে গ্রেফতার আতঙ্ক : আটক ৩০
মৌলভীবাজার : মৌলভীবাজার সদর ও রাজনগর নির্বাচনী এলাকাসহ জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ সমর্থকদের বিএনপির নির্বাচনী পোষ্টার ছিঁড়ে ফেলা, অব্যাহত ধরপাকড় ও তল্লাশীর নামে পুলিশী হয়রানির অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় জেলার রাজনগর থেকে ২, কুলাউড়া থেকে ৬, বড়লেখা থেকে ২, জুড়ি থেকে ৩, শ্রীমঙ্গল থেকে ১৬, কমলগঞ্জ থেকে ১জনসহ বিএনপি জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বাগমারায় চিকিৎসক শিক্ষক ও ব্যবসায়ী আটক অব্যাহত
বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারার থেমে নেই আটক। গত ২৪ ঘণ্টায় ২০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ভাবে চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও ২০ দলীয় জোটের নেতাদের একের পর এক আটকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আটকৃতদের পরিবারের দাবি তাদের বিরুদ্ধে থানায় কখনই মামলা ছিল না। পুলিশ মিথ্যা গায়েবি মামলা দিয়ে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করছে। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে।
গৌরীপুরে তিন নেতা গ্রেফতার
গৌরীপুর (ময়মনসিংহ) : মোটরসাইকেলে আগুন দেওয়ার মামলায় ময়মনসিংহের গৌরীপুরে যুবদল-ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেলে আগুন দেওয়ার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসাইন বলেন, নির্বাচনী মাঠে বিএনপিকে দুর্বল করার জন্য ও নির্বাচনী কর্মকান্ড থেকে নেতা-কর্মীদের দূরে রাখতেই সাজানো ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাদের গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরায় ধানের শীষের অর্ধশত নেতাকর্মী গ্রেফতার
সাতক্ষীরা : সাতক্ষীরায় বিএনপি’র অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার ও একটি নিষ্ঠুর নিয়ন্ত্রিত নির্বাচনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ শহিদুল আলম। তিনি বলেন, সন্ধ্যা বেলায় কালিগঞ্জ, আশাশুনি ও দেবহাটা থানার পুলিশ এবং সাদা পোশাকধারী ডিবি পুলিশ ব্যাপক মহড়া দিয়ে তার বাসা ও অফিস ঘেরাও করে। এরপর অফিসের সবাইকে হুমকি-ধামকি দিয়ে মাইক্রোবাসে তুলতে থাকে। এসময় নেতা-কর্মীরা ভয় পেয়ে বাসার মধ্যে ঢুকলে পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালায় এবং তাদেরকে পুলিশ ভ্যানে ওঠাতে থাকে। শুধু তাই নয়, পুলিশ কয়েকটি দরজায় লাথি মেরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশ কিছু আসবাবপত্রও তছনছ করে।
ডা. শহিদুল আলম বলেন, আমি এখন নেতাকর্মী শূন্য হয়ে পড়েছি। প্রচারে কাউকে পাশে পাচ্ছি না। তিনি জানান, বিষয়টি জেলা রির্টানিং অফিসারের কাছে লিখিতভাবে জানানো হলেও অদ্যবধি তিনি কোনো পদক্ষেপ নেননি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন, রাতে অনেককে আটক করা হয়েছে। তাদের নামে মামলা আছে।

 



 

Show all comments
  • Kaysar A. Ovi ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 0
    এ জোয়ার থামানো যাবেনা, এ যে গণজোয়ারের ঢেউ।
    Total Reply(0) Reply
  • Jamil Ahmod ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 0
    খালেদা জিয়ার মুক্তি চাই ধানের শীষে ভোট চাই।
    Total Reply(0) Reply
  • Khan Bappi ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 0
    ঠিক বলেছেন। বিএনপি জয়ী হবে ইনশায়াল্লাহ
    Total Reply(0) Reply
  • MD Wasim Akram ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৪ এএম says : 0
    সারা দেশে নৌকার ভোট ২০%
    Total Reply(0) Reply
  • Shafiqul Alam ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৪ এএম says : 0
    সৎ, যোগ্য, শিক্ষিত, তারুণ্যের হাতেই বাংলাদেশ গড়া র পতাকা তুলে দেই।
    Total Reply(0) Reply
  • Rone Islam ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৫ এএম says : 1
    দেশে এখন নৌকার জোয়ার ,৩০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের ধারা অব্যহত রাকুন ।
    Total Reply(0) Reply
  • Afzal Hossain ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৮ এএম says : 0
    মির্জা ফকরুল স্যারের মত কিছু রাজনীতি ব্যাক্তি থাকলে দেশ ও দেশের জনগন অনেক ভাল থাকতো,আমি ধানের শীষ কে নয় মির্জা ফকরুলের জন্যই বি এন পি কে ভাললাগে,
    Total Reply(0) Reply
  • হিমু মামা ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৯ এএম says : 0
    স্বৈরাচারের পতন হবেই । চেতনা ব্যবসায়ী নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক
    Total Reply(0) Reply
  • Khan Mohammad Rubel ২০ ডিসেম্বর, ২০১৮, ১:১০ এএম says : 0
    জিতবে ধানের শীষ,দেখবে দেশ, শান্তিময় হবে প্রিয় বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Md Saiful Islam Forhad ২০ ডিসেম্বর, ২০১৮, ১:১০ এএম says : 0
    আওয়ামীলীগ যেভাবে হামলা করছে, বিএনপি তার প্রতিবাদ করলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।
    Total Reply(0) Reply
  • Mohi Uddin ২০ ডিসেম্বর, ২০১৮, ১:১০ এএম says : 0
    নিরেপেক্ষ ভোট হলে গনতন্ত্র মুক্তি পাবে। ভোট লোট হলে সরকারের পরিনতি হবে বার্মার সুচির মত।।
    Total Reply(0) Reply
  • Kazi Delwar Hossain ২০ ডিসেম্বর, ২০১৮, ১:১১ এএম says : 0
    ৩০তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, ৩০তারিখ সারাদিন ভোটকেন্দ্র পাহারা দিন
    Total Reply(0) Reply
  • Amirul islam ২০ ডিসেম্বর, ২০১৮, ৫:৩০ এএম says : 0
    Gonotantro mukti pabe insaAllah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ