Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘কাজের মেয়ে’ হয়ে সেবা করতে চাই : মতিয়া চৌধুরী

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ‘কামলি’ (কাজের মেয়ে) হয়ে সেবা করতে চাই বলে অভিমত ব্যক্ত করেছেন শেরপুর-২ আসনের নৌকার প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গতকাল সকালে নকলা উপজেলা ৩নং উরফা ইউনিয়নের কোদাল ধোয়া বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, অতীতেও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সেবা করেছি, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠন করে কাজের লোকের মত আপনাদের উন্নয়ন করে সেবা করতে চাই। তিনি নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের বিরনের ঘাট, কোদাল ধোয়া বাজার, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চ বিদ্যালয় মাঠ, বার মাইসা বাজারসহ মোট ১০ নির্বাচনী পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি উপস্থিত জনতার মাঝে সরকারের সাফল্য তুলে ধরেন।
পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ