Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফকিরনির পুত ছিলাম এখন রাজার পুত’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দশ বছর আগে ফকিরনির পুত থাকলেও এখন রাজার পুত বলে মন্তব্য করলেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নৌকার প্রার্থী জাসদের মঈনউদ্দিন খান বাদল। গতকাল (বুধবার) নগরীর লালদীঘি মাঠে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতি প্রধামমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় সরকারের উন্নয়ন প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।
মঈনউদ্দিন খান বাদল বলেন, আমি আপনাকে একটা কথা বলি। দশ বছর আগে আমরা ছিলাম ফকিরনির পুত, দশ বছর পরে এখন আমরা হয়েছি রাজার পুত। এই পরিবর্তনটা আপনার নেতৃত্বে এসেছে। তিনি বলেন, আপনার নেতৃত্বে পরিবর্তন এসেছে। আপনার হক বাংলার মানুষের উপর। মানুষকে বলতে চাই- ভোট চাইনা, হক আদায় করেন।
বক্তব্যের শুরুতে মঈনউদ্দিন খান বাদল বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ কতটুকু এগিয়েছে আজকের মিটিংটাই তার প্রমাণ। আমাদের জীবনেও এইরকমভাবে মিটিং হবে আমরা চিন্তা করিনি। এটা একটা অদ্ভুত মিটিং। ঢাকায় বসে আছেন, চট্টগ্রামে সবার সঙ্গে মিটিং করছেন। উত্তরে প্রধামমন্ত্রী শেখ হাসিনা বলেন এটাই ডিজিটাল বাংলাদেশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ