Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাশকতা মামলায় বিএনপি প্রার্থী কারাগারে

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


কুষ্টিয়া-১ (দৌলতপুর)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রেজা আহমেদ বাচ্চু মোল্লা এ আসনের সাবেক এমপি এবং দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি।
বিএনপি দলীয় সূত্র জানায়, রেজা আহমেদ বাচ্চু মোল্লা একটি বিষ্ফোরক দ্রব্য আইনে নাশকতার মামলায় কিছুদিন আগে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। এ মামলায় স্থায়ী জামিন পেতে তিনি গতকাল বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ওই মামলার অন্য আসামীদের এ সময় স্থায়ী জামিন দেন আদালত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ