পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিয়ম ভঙ্গ করে সরকারি অকৃষি খাস জমিতে পাকা ভবন নির্মাণ করায় গলাচিপার উলানিয়া বন্দরে সাবেক সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে স্থানীয় ভূমি দফতর মামলা দায়ের করেছে। ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ,আটখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি’র আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বিবাদি গোলাম মাওলা রনি, তার স্ত্রী মোসা. কামরুন নাহার রুনু, বাবা মৃত সামসুদ্দিন মুন্সী ও মা মনোয়ারা বেগমকে ১৯ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে জবাব দেয়ার নোটিশ প্রদান করেন। রনি নিজে লোক মারফত আদালতে নোটিশের জবাব প্রদান করেন। আজ ২০ ডিসেম্বর বৃহস্পতিবার এ মামলার শুনানির দিন নির্ধারন করা হয়েছে।
মামলার বিবরনে বলা হয়, উপজেলার উলানিয়া বন্দরে ২০০৭-০৮ সালে অকৃষি খাস জমি চান্দিনা ভিটি হিসেবে অস্থায়ীভাবে ব্যবসা করার জন্য বিবাদিদের অনুকুলে ০২ শতক জমি একসনা বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে গোলাম মাওলা রনি পাকা দ্বিতল ভবন নির্মাণ করেন। বন্দোবস্তপ্রাপ্ত চান্দিনা ভিটি ব্যবসার উদ্দেশে ব্যবহার না করে পাকা ভবন নির্মাণ করে গোলাম মাওলা রনি ও তার পরিবারের লোকজন এ ভবনে বসবাস করছেন। এ ছাড়া বন্দোবস্ত নেয়া জমির চেয়ে আরও অতিরিক্ত জমি তিনি নিজের দখলে রেখেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।