Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার দুর্গে নিরুত্তাপ জামায়াত

সাদিক মামুন, কুমিল্লা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম আসনে আওয়ামী লীগের দুর্গে জামায়াত নেতার ধানের শীষ প্রতীক প্রভাব ফেলতে পারছে না। সাংগঠনিক সক্ষমতা থাকা সত্তে¡ও ঐক্যফ্রন্টের এ প্রার্থীকে নিয়ে ভোটের লড়াইয়ে জামায়াত-শিবির নিরুত্তাপ অবস্থায় রয়েছে। মাঠে ঘাটে প্রচারণা নেই ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের। 

ধানের শীষ নিয়ে লড়াই করলেও চৌদ্দগ্রাম বিএনপির প্রথম সারির নেতাকর্মীদের তাহেরের পক্ষে ভোট চাইতে প্রচারণায় দেখা মিলছে না। জামায়াতের তাহেরের পক্ষে ধানের শীষের জন্য ভোটের মাঠে থাকা না থাকা নিয়ে দ্বিধাগ্রস্তে রয়েছেন চৌদ্দগ্রাম বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
জামায়াত শিবির নেতারাও তাদের শীর্ষ সারির নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের পক্ষে ভোটের মাঠে সরব হতে পারছেন না। প্রচারণার আর মাত্র ৭/৮দিন বাকি থাকলেও চৌদ্দগ্রামের ভোটের মাঠে জামায়াতের অসহায়ত্বই ফুটে ওঠছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামে নৌকার মাঝি মো. মুজিবুল হকের দুর্গে আঘাত হানতে গোটা কুমিল্লার জামায়াত শিবির নেতাকর্মী ও ক্যাডাররা সংঘবদ্ধ হওয়া শুরু করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ধানের শীষ পেলেও চৌদ্দগ্রামে বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা এ প্রতীককে বুকে ধারণ করে হামলা মামলা জেল-জুলুম, নির্যাতন সয়ে দলটির রাজনীতি করছেন তারা জামায়াত নেতার জন্য মাঠে নামা নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব রয়েছেন। ভোটের খুব বেশি সময় বাকি নেই, কিন্তু এখনও চৌদ্দগ্রাম বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় দৃশ্যমান হননি।
প্রচারণায় জামায়াত শিবিরও সরব হয়ে ওঠেনি। নাম প্রকাশ না করার শর্তে চৌদ্দগ্রাম বিএনপির তৃণমূল নেতাদের অনেকেই জানান, এবারের নির্বাচনে সৈয়দ তাহেরের মার্কা ধানের শীষ হলেও ব্যক্তি ও তার দলীয় পরিচিতি জামায়াত। আর নানা কারণে চৌদ্দগ্রামে জামায়াতের প্রতি সাধারণ ভোটারেরও সমর্থন অনেক কমেছে। ভোটের মাঠে চৌদ্দগ্রামে জামায়াত নেতাকে নিয়ে আ.লীগ প্রার্থীর বিপক্ষে শক্ত অবস্থান গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। এদিকে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে আ.লীগের প্রার্থী মুজিবুল হকের প্রচারণায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আ.লীগের প্রার্থী মুজিবুল হক চৌদ্দগ্রামে গত দশ বছরের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখছেন। আর তিনি বলছেন আমার মার্কা আগেও নৌকা ছিল। এখনও নৌকা। কিন্তু জামায়াতের মার্কা দাঁড়িপাল্লা থেকে ধানের শীষ হয়ে গেছে। এযেনো নতুন বোতলে পুরানো বিষ, জামায়াত এখন ধানের শীষ
আ.লীগের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের অভিনব শ্লোগান ভোটের মাঠে দলের নেতা, কর্মী, সমর্থকদের উজ্জীবিত করে তুলেছে। চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে আ.লীগের এ হেভিওয়েট প্রার্থী বিএনপিধানের শীষ প্রতীক নিয়ে চৌদ্দগ্রাম আসনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী জামায়াতের শীর্ষ সারির নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে নিয়ে অভিনব ওই নতুন শ্লোগান তুলে নির্বাচনের মাঠ গরম করে তুলেছেন। চৌদ্দগ্রামের পথে-প্রান্তরে, চায়ের টেবিল এমনকি ঘরে ঘরেও নৌকার মাঝি মুজিবুল হকের ওই শ্লোগান ভোটের মাঠ গরম করে তুলেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ