Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সউদীতে বিনা টাকায় যাবে পুরুষ কর্মী

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সউদী আরবে নারী কর্মী নিয়োগের পাশাপাশি তাদের নিকট আত্মীয় পুরুষ কর্মীদের শূণ্য অভিবাসন ব্যয়ে অনলাইনে ভিসা দিতে সম্মত হয়েছে সউদী সরকার। যে সব নারীকর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সি ইতোমধ্যেই দুইশত কর্মীর উপরে সউদীতে পাঠিয়েছে তারা শূণ্য অভিবাসন ব্যয়ে ৩শ’ পুরুষ কর্মীর ভিসা লাভে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে সউদী আরব বাংলাদেশ থেকে নারীকর্মী নেয়ার লক্ষ্যে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারকের আওতায় এসব পুরুষকর্মী সউদী আরবে যাওয়ার সুযোগ পাবে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএমইটি’র ডিজি সেলিম রেজার সভাপতিত্বে নারীকর্মী প্রেরণকারী টপ-২০ রিক্রুটিং এজেন্সি’র মালিক-প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় এতথ্য জানানো হয়। সভায় বিএমইটি’র ডিজি সেলিম রেজা বলেন, গত মাসে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠকে জানানো হয়েছে সউদীতে মহিলা গৃহকর্মী প্রেরণের পাশাপাশি তাদের আত্মীয়-স্বজন পুরুষকর্মীর ভিসা চালুর অনলাইন সউদী সরকার অনুমোদন করেছে। যেসব রিক্রুটিং এজেন্সি দু’শ’ মহিলা কর্মীর উপরে পাঠিয়েছে তারা শূণ্য অভিবাসন ব্যয়ে পুরুষ কর্মী পাঠানোর সুযোগ পাবেন। এ ব্যাপারে প্রক্রিয়া চলছে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক কর্মসংস্থান তাজুল ইসলাম, পরিচালক বর্হিগমন টিপু সুলতান, বায়রার যুগ্ম মহাসচিব ও আল-রাবেতা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা অংশিদার আলহাজ আবুল বাসার, সাদিয়া ইন্টারন্যাশনারের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান, রাব্বি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ বশির, হিমেল এয়ার-এর স্বত্বাধিকারী আবুল কাশেম, এম এইচ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মকবুল হোসেন, সান ওভারসীজের কাজ, সান শাইন ওভারসীজের আনোয়ার। সভায় জানানো হয়, বিদেশ গমনেচ্ছু কর্মীদের হয়রানি বন্ধে এখন থেকে ভিসাযুক্ত পাসপোর্টের ফটো কপি দিয়েই ফিংগারিং করা যাবে। বিএমইটি’র ডিজি সেলিম রেজা বিদেশ গমনেচ্ছু কর্মীদের অহেতুক হয়রানি যাতে না হয় তার জন্য সকলকে অত্যান্ত সজাগ থাকার নিদের্শ দেন। বিএমইটি’র ডিজি সেলিম রেজা এখন থেকে বিদেশ গমনেচ্ছকর্মীদের স্মার্ট কার্ড সরবরাহের কাজ সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করার নিদের্শ দেয়ায় কর্মীদের ভোগান্তি অনেকটা হ্রাস পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদীতে বিনা টাকায় যাবে পুরুষ কর্মী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ