Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার ফিলিপাইনের রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় পদত্যাগ করেছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) প্রধান নির্বাহী (সিইও) লরেনজো তান। গতকাল শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। রিজাল ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার মাধ্যমে উঠিয়ে নেয় জড়িতরা। এ ঘটনায় জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর সংশিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে ঘটনার তদন্তে ফিলিপাইনের সিনেটের বুরিবন কমিটিকে জানিয়েছেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে জড়িত আছেন।
শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রিজাল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে প্রধান নির্বাহী লরেনজো তান অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উঠে এসেছে। তিনি ব্যাংকের কোনো ‘নিয়ম ও নীতি ভাঙেননি।’ এতে বলা হয়, ‘ব্যাংকের পরিচালনা বোর্ড যেন স্বাধীনভাবে ব্যাংকের ভবিষ্যৎ ধারা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করেছেন।’
লরেনজো তান এক পৃথক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাংক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে ব্যাংকের ইতিহাসে এই দুঃখজনক ঘটনার পুরোপুরি নৈতিক দায় আমি নিচ্ছি। দুখঃভারাক্রান্ত হৃদয়ে আমি অনুভব করছি, আমার এখান থেকে সরে যাওয়ার এবং অন্যত্র সেবা দেওয়ার সময় হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার ফিলিপাইনের রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ