পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার কুমিল্লার দাউদকান্দিতে সংক্ষিপ্ত পথসভায় এ ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় সেখানে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তার দুই ছেলে ফখরুলকে সংবর্ধনা জানান। কুমিল্লা-১ আসনে প্রার্থী খন্দকার মোশাররফ। ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে, খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। আল্লাহর ইচ্ছায় আমরা বিজয়ী হবো। ধানের শীষে ভোট দিয়ে আপনারা খন্দকার মোশাররফকে বিজয়ী করবেন।
এর পর স্লোগান দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভোট দিবেন কিসে? তখন উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে বলে ওঠেন, ধানের শীষে। নির্বাচনের প্রচারে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লার পথে রওনা হন বিএনপি মহাসচিব। বুধবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সড়কপথে রওনা হন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।