Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণ সমাজের কথা মাথায় রেখে অর্থনীতিকে সাজাচ্ছি -গণসংযোগে আ হ ম মুস্তফা কামাল

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ মনেপ্রাণে বিশ্বাস করে তরুণরাই দেশের বড় শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের আমরা আগামী দিনের সমাজ পরিবর্তনে কাজে লাগতে চাই। সেখানে তাদের হাত ধরেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরো শক্তিশালী হবে আরো বেগবান হবে। তাদের হাত ধরেই আমাদের মানুষে মানুষে সামাজিক বন্ধন আরো শক্তিশালী হবে। আওয়ামী লীগ বিশ্বাস করে তরুণদের হাত ধরেই আমাদের আগামীর পথ চলা আরো মসৃন হবে আরো অর্থবহ হবে। তাই আগামী প্রজন্মের জন্য বা এই তরুণ সমাজের সামনে তাদের উপজ্জীব্য করে সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তাদের জন্য থাকবে উচ্চতর শিক্ষার অবারিত দ্বার। শিক্ষা শেষে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা।
গতকাল মঙ্গলবার কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার কমলপুর, লালবাগ, ভাটপাড়া, বটগ্রামে গণসংযোগকালে ভোটার ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। লোটাস কামাল আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের তরুণরা প্রস্তুত। আগামীর যে স্বপ্ন ২০৪১ সালের বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশ হবে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ায় দৃঢ় প্রত্যয়ী তরুণ সমাজ। তাই আমারা অর্থনীতিকে সাজাচ্ছি তরুণদের কথা মাথায় রেখে। তরুণ সম্পৃক্ত অর্থনীতির কাঠামো নির্মাণ করে তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরী করা আমাদের লক্ষ্য। গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন তসলিমসহ আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



 

Show all comments
  • Nannu chowhan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:১৪ এএম says : 0
    Apnara jobo shoktike apnader dolio shontrashi karjokolape niojito koresen emonki iha theke desher shorbo ucho biddah pito rehai pai nai...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনীতি

৩ জানুয়ারি, ২০২৩
২১ নভেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ