পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহসিন রাজু, বগুড়া থেকে : গত সোমবার হাইকোর্টের আপিলেট ডিভিশনের একটি রায়ে বগুড়া বিএনপির নেতাকর্মীরা রীতিমত হতভম্ব। কারণ রায়ে জিয়াউর রহমানের পারিবারিক বগুড়া-৭ আসনে (গাবতলী-শাজাহানপুর) বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিল তার এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছিল গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। অন্যদিকে বগুড়া-৩ আসনে প্রার্থী হয়েছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান মোহিত তালুকদার। মোর্শেদ মিল্টন উপজেলা থেকে পদত্যাগ পত্র মন্ত্রণালয়ে জমা দিয়ে এবং মোহিত তালুকদার পদত্যাগ না করেই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার মোহিত তালুকদারকে সরাসরি এবং মোর্শেদ মিল্টনের পদত্যাগ গৃহীত হয়নি মর্মে অজুহাত তুলে দুজনের মনোনয়ন বাতিল করে দেন ।
সিইসির কাছে আবেদন করে মোর্শেদ মিল্টন এবং হাইকোর্টে আবেদন করে মোহিত তালুকদার তাদের মনোনয়ন ফিরে পান। এরপর হাইকোর্টের আপিলেট ডিভিশনে সোমবার তাদের মনোনয়ন বাতিল হয়ে গেলে এই দুটি আসন এখন বিএনপি প্রার্থী ছাড়াই ভোট হবে এবং মহাজোট মনোনীত সবচেয়ে দুজন প্রার্থী যথাক্রমে অ্যাডভোকেট আলতাব আলী এবং নুরুল ইসলাম তালুকদার এখানে অনায়াসে এমপি নির্বাচিত হবেন।
বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারছেননা কারো দোষে নাকি কারো ভুলে নাকি ষড়যন্ত্রে এই দুটি নিশ্চিত সংসদীয় আসন বিএনপির হাতছাড়া হয়ে গেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।