পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, সব দল সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন। এতে বোঝা যাচ্ছে-নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভার আয়োজন করা হয়। নির্বাচন সুষ্ঠু করতে ইসির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ভোটের দিন তিন পার্বত্য জেলার প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফিরুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।