পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাবনায় একাদশ নির্বাচন এগিয়ে আসার কাউন্ট ডাউনের সাথে সাথে ক্ষমতাসীন দলের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে উঠছে । অপর দিকে, বিরোধী পক্ষের মাইক ভাংচুর, প্রচারে বিঘœ সৃষ্টি এবং ঐক্যফ্রন্ট, বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার চলছে। সহকারী রিটানিং অফিসার , ইউএনও, থানা পুলিশ কোন কোন ক্ষেত্রে সরাসরি কোন অভিযোগই পাচ্ছেন না। আবার পেলেও থানা পুলিশ বলছেন, মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে মৌখিক অভিযোগও অভিযোগ বটে। এটি শুনে তাদের স্যুয়োমটো আইনে অগ্রসর হতে কোন বাঁধা নেই আইনে। পুলিশের অনেক ক্ষমতার মধ্যে এই ক্ষমতা রয়েছে বলে কয়েকজন আইনজীবী জানিয়েছেন। অপরদিকে, পাবনা জেলা সদর বিএনপি’র সাধারণ সম্পাদক কে.এম. মুসা এবং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদককে পাবনা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলছে, তাদেরকে নির্বাচনকে ঘিরে গ্রেফতার করা হয়নি। পূর্বের মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। পাবনা -৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ২ বারের সাবেক এম.পি কে.এম আনোয়ারুল ইসলামের প্রচার মাইক রবিবার দিবাগত সন্ধ্যার পর কে বা কারা চাটমোহরে ভেঙ্গে দিয়েছে। তিনি এই আসনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এম.পি এবং সাবেক ২ বারের এম.পি মো: মকবুল হোসেনের বিপরীতে প্রতিদ্বন্দি¦তা করছেন। চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে দুর্বৃত্তরা বিএনপি ধানের শীষ প্রাথীর্র মাইক ভাংচুর করে। সূত্র মতে, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এই স্থানে কে.এম আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচার মাইকের গতি রোধ করে ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। বিএনপি’র প্রার্থী প্রচারণার সাথে সম্পৃক্ত চাটমোহর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. আশরাফুজ্জামান হালিম অভিযোগ করেছেন, সন্ধ্যার পর বিএনপি এম.পি প্রার্থীর ধানের শীষের প্রচার করা হচ্ছিল। ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী গতিরোধ করে মাইক ও সরঞ্জামাদিতে ভাংচুর করে। এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার, থানা পুলিশকে অবহিত করা হয়েছে। অপরদিকে, এই অভিযোগের সত্যতা অস্বীকার করে চাটমোহর যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানিয়েছেন, কিছু হলেই বিএনপি ছাত্রলীগ-যুবলীগদের উপর দোষ চাপাচ্ছে। ‘আমারা এই ধরণের কাজকে সমর্থন করি না।’
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানিয়েছেন, ‘ এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সহকারী রিটার্নিং অফিসার অসীম কুমার জানিয়েছেন বিএনপি’র পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। লোক মারফত খবরটি তিনি জানতে পেরে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।