Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিরপেক্ষ নির্বাচন না হলে কমিশনকে জবাবদিহি করতে হবে -বি চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৭ পিএম
যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের উপস্থিতিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সকল ক্ষমতার মালিক। তারা চাইলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে। যদি তা না হয় তবে, এজন্য তাদের জবাবদিহি করতে হবে।  
 
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে যুক্তফ্রন্ট আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
বি চৌধুরি বলেন, ‘দুর্নীতি সরকারের অগ্রগতি খেয়ে ফেলে। সরকার এটি নিয়ন্ত্রণ ও দমন করতে পারলে জিডিপি (মোট দেশজ উৎপাদন) আরও বৃদ্ধি পেত। সরকারি ব্যবস্থা ও সমাজ ব্যবস্থায় অব্যবস্থাপনা হচ্ছে, এটাও দুর্নীতি। আগামী নির্বাচনে যুক্তফ্রন্ট ক্ষমতায় এলে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে।’
 
তিনি বলেন, ‘নির্বাচনে যুক্তফ্রন্ট যথাযথ প্রতিনিধি পায়নি। খুব স্বল্প সময়ে জোট গঠন করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামীর ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে সারাদেশে যুক্তফ্রন্টের প্রতীক কুলা মার্কায় প্রার্থী দেয়া হবে।’
 
মুক্তিযুদ্ধের কারণ ও ইতিহাস সম্পর্কে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আমরা উন্নয়ন ও গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা একই ফিরিস্তি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের মূল্য লক্ষ্য হবে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা।’
 
গত ১০ বছরে দেশে আমূল উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধারা অব্যাহত রাখতে মহাজোটের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
 
সম্প্রতি ড. কামাল কতৃক সাংবাদিকদের সঙ্গে ‘অশোভন আচরণের’ কথা উল্লেখ করে বি চৌধুরী বলেন, “সাংবাদিকদের কথা বলার ক্ষমতা দিতে হবে। ‘খামোশ’ বলে সাংবাদিকদের চুপ করিয়ে দেয়া যাবে না। তাদের অধিকার রয়েছে ন্যায়-অন্যায় নিয়ে কথা বলার।’
 
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন সব দলকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা৷’
 
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের শতভাগ ক্ষমতা রয়েছে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি তা না করে সেজন্য কমিশনকে জবাবদিহি করতে হবে।’
 
‘স্বাধীনতার শত্রুদের সঙ্গে আমরা হাত মেলাতে পারি না। যাদের কাঁধে যুদ্ধাপরাধীর দায়ভার রয়েছে তারা আমাদের সবার শত্রু’ বলেও মন্তব্য করেন বি চৌধুরী।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ