পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধরপাকড়ের পর যদি শেষ পর্যন্ত পাঁচজন লোকও সঙ্গে থাকে তাহলে তাদের নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা-৫ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নবী উল্লাহ নবী।
আজ সোমবার ‘ধানের শীষ’ এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নবী উল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান।
শনির আখড়ার গোবিন্দপুর বাজার থেকে বেলা পৌঁনে ১১টার দিকে প্রচারণা শুরু করেন তিনি। এরপর নেতাকর্মীসহ মাতুয়াইলের বিভিন্ন স্থানে প্রচারণা চালান।
নবী উল্লাহ নবী বলেন, ‘আমরা দিনে পোস্টার লাগাই রাতে তারা (আওয়ামী লীগের লোকজন) কেটে নিয়ে যায়। তাদের সঙ্গে পুলিশও গাড়ি নিয়ে আসে। সব নিয়ে চলে যায়। এই হলো তাদের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ-সুবিধা)।’
আওয়ামী লীগ প্রতিপক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘গত পাঁচদিন ধরে আমরা গণসংযোগে নেমেছি। আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের প্রতিপক্ষ হচ্ছে পুলিশ। অতি উৎসাহী কিছু পুলিশ আছে তারা চায় আমরা মাঠ থেকে বিদায় হয়ে যাই। তারা সরকারের নির্দেশে এই কাজ করছে।’
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যাদের রাজনৈতিক মামলা আছে তাদের গ্রেফতার করা যাবে না। তবে পুলিশ নির্বাচন কমিশনারের কথার কোনো দামই দিচ্ছে না। সাংবিধানিক পদে থেকে যদি কোনো ক্ষমতা না থাকে তবে তার (সিইসি) পদত্যাগ করা উচিত।’
তিনি বলেন, ‘আমার আরও ১০ হাজার লোকও যদি গ্রেফতার করা হয়, আমার সঙ্গে যদি পাঁচজন লোকও থাকে তারপরও আমি মাঠে থাকব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।