মানিকগঞ্জ-৩ আসনে
বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে
নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।
সোমবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। রিতার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
ঋণ খেলাপের অভিযোগ এনে রিট করে সোনালী ব্যাংক। ১২ ডিসেম্বর এ রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ করার ওপর স্থগিতাদেশ দেন। ফলে তার ভোটের পথ আটকে যায়।
এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
আফরোজা খান রিতার বাবা সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু মারা যাওয়ায় রিতা এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি মানিকগঞ্জ জেলা
বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।