পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আছে। অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, নির্বাচন সুষ্ঠু হবে। সকলে অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সকালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি বলেন, সকলেই সহযোগিতা করবেন, আচরণ-বিধি সবাই মেনে চলবেন। সব প্রার্থীদের নির্বাচনের নিয়ম-কানুনও মেনে চলার আহŸান জানান সিইসি। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে,আশা করি ভোট সুষ্ঠু হবে। সিইসি বলেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।