Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব -ড. কামাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৫ পিএম
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী ৩০ শে অক্টোবর নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে দেবে না সরকার। তাই তারা বিরোধী দলের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
 
আজ রোববার বিকেল ৩ টায় জাতীয় ঐক্যফ্রন্টের পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, দেশের কোথাও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারছে না। তাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা গুলি করছে। কোথাও কোথাও পুলিশ নিজেরাই বিরোধী দলের উপর হামলা করছেভ। এই অবস্থা চলতে থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন অসম্ভব। 
 
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, এখনো সময় আছে হামলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। 
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী আব্দুল আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ