পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার নিজ নির্বাচনী এলাকায় আমি অবরুদ্ধ। মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কোথাও ধানের শীষের পোস্টার নেই, মাইকিং নেই, হামলা ও পুলিশী গ্রেফতারের ভয়ে হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। এটা সারা দেশের চিত্র। অপরদিকে আওয়ামী লীগের হেলমেট বাহিনী হোন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে।
তিনি বলেন, হাজারো প্রতিবন্ধকতা সত্বেও নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য যে, সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের বিরুদ্ধে আগেকার ক্রুসেড তীব্রতর করেছে। বলা হয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা। কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে। ফলে সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়েছে। নোয়াখালীর ৬টি আসনে ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছেনা। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রচার মাইক, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমার এলাকায় ২শ’ নেতাকর্মী আহত হয়েছে। গায়েবি মামলা রজু করা হয়েছে। ২৯টি বাড়িতে হামলা হয়েছে।
ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি হলরুমে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি একাংশ) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি একাংশ) আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী বরকত উল্লা বুলু, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার সহিংসতার চিত্র তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।