Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় জাফর ও নিক্সন সমর্থকদের সংঘর্ষ

ধাওয়া পাল্টা ধাওয়া : সড়ক অবরোধ

ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর থেকে গতকাল শনিবার পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা চলতে থাকে।
জানা যায়, শুক্রবার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে দু‘টি সামাজিক অনুষ্ঠানে যথাক্রমে কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপস্থিত হন। এক পর্যায়ে তারা উভয়ে স্থান ত্যাগ করার পর তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর এক কর্মী টিপু ভ‚ইয়ার গাড়ি ভাঙচুর করা হয়। এতে টিপু ভ‚ইয়াও মারাত্মক আহত হন। এর জের ধরে আওয়ামী লীগের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকেরা খামিনারবাগ গ্রামে নৌকা সমর্থক শাহিন শেখের বাড়ীতে ব্যাপক ভাঙচুর চালায়। এ খবর পেয়ে ভাঙ্গা পৌর সদরে সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী সমর্থকেরা ঢাকা-খুলনা মহাসড়কের কয়েক স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের যান-চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দুপাশে হাজার হাজার গাড়ির জ্যাম লেগে ভায়বহ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ, ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আওয়ামী লীগের ১০টিরও বেশি নির্বাচনী অফিস ও স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
সবশেষ, গতকাল ভোর থেকে সন্ধা পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত র‌্যাব ও দাঙ্গা পুলিশ টহলরত রয়েছে।
ভাঙ্গা থানার ওসি বলেন, এলাকায় শান্তি রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ