Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. কামালকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখার আহ্বান যুবলীগের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৮ পিএম | আপডেট : ৮:০৬ পিএম, ১৫ ডিসেম্বর, ২০১৮

ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলো দেখার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, দেখুন জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী হলে কিভাবে তীব্র সমালোচনায় আলিঙ্গন করা যায়। মনে রাখবেন, উপদেশ দেওয়া সহজ, উপায় বলিয়া দেওয়া কঠিন।

আজ শনিবার এক বিবৃত্তিতে তিনি এ কথা বলেন। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে গণমাধ্যম কর্মীকে ধমকানোর প্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যান এই বিবৃতি দেন।
যুবলীগের চেয়ারম্যান ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি যে স্ব-মূর্তিতে আবির্ভূত হয়েছেন, আপনার যে জনগণের প্রতি কোন শ্রদ্ধা বোধ নেই, আপনি যে বিরুদ্ধ মত শুনতে রাজী নন, তা আপনি প্রকাশ করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
তিনি বলেন, ড. কামাল আপনি প্রমাণ করলেন যে আপনার হাতে দেশ, জনগণ এবং গণতন্ত্র নিরাপদ নয়। ড. কামাল হোসেনকে জিজ্ঞেস করে যুবলীগ চেয়ারম্যান বলেন, যুদ্ধাপরাধীদের সাথে জোট করার জন্য আপনি কত টাকা পেয়েছেন? কার কাছ থেকে পেয়েছেন?
বিবৃত্তিতে তিনি বলেন, একজন গণমাধ্যম কর্মীদের প্রশ্নে ড. কামাল হোসেন যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন তাতে জনগণ আতংকিত উদ্বিগ্ন। এরাই যখন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন তখন তা হাস্যকর এবং একধরনের পরিহাস।
ওমর ফারুক বলেন, গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন টাকার প্রসঙ্গ তুললেন কেন? তাহলে তিনিও কি ঐক্যফ্রন্ট গঠনের জন্য টাকা পেয়েছেন? ওমর ফারুক চৌধুরী বলেন যাদের একটি প্রশ্ন শোনার মতো সহিষ্ণুতা নেই, তারা দেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারবে?



 

Show all comments
  • রিপন ১৫ ডিসেম্বর, ২০১৮, ৮:৫০ পিএম says : 0
    আফনেই দ্যাখেন। ওই মুখ দেখলেই টিভি অফ করে দিই। একই মুখ, ঘুরেফিরে একই খিস্তিখেউড়, একদিন দু'দিন নয়, টানা দশ বছর, এখন বমি আসে মিয়াবাই। দেশটারে তো বস্তি বানিয়ে ফেললেন। ঘুম থেকে উঠেই বস্তির মতো গীবত, গীবত আর গীবতের কাওয়ালি। কাঁহাতক আর ভাল্লাগে, বাই? একটু চেঞ্জ দরকার। চাই পরিবর্তন এই দিন বদলের দিনে।
    Total Reply(1) Reply
    • Neamul ১৫ ডিসেম্বর, ২০১৮, ৯:৩১ পিএম says : 4
      একদম ঠিক বলেছেন ভাইয়া
  • রুবেল ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:৪২ পিএম says : 0
    এমন কোনো প্রশ্ন? প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কি প্রশ্ন করেন একের পর এক ব্যাংক লুট, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, মানুষ গুম, শেয়ার বাজার লুট, এদেশ থেকে নেয়া ভারতীয়দের নজীরবিহীন অংকের রেমিটেন্স, সরকারী প্রকল্পে অস্বাভাবিক খরচ নিয়ে? ড. কামাল বা ফখরুলকে প্রশ্নবানে বিদ্ধ করার অধিকার আপনার আছে। তবে এ্ প্রশ্নবান বেশী থাকা উচিত দশ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারের প্রতি। এটি না করে শুধু সরকারের প্রতিদ্ধন্ধীদের প্রতি প্রশ্নবান নিক্ষেপে মরিয়া হয়ে উঠলে সন্দেহ জাগে এটা কি সাংবাদিকতা নাকি অন্য কিছু?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ