পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর সেগুনবাগিচা মসজিদ এলাকায় দুপুর ১টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
গণসংযোগে থাকা বিএনপির এক কর্মী জানান, মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি টিম নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় তার গণসংযোগ পরিচালনাকারী টিমটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক তাদের ওপর হামলা চালায়।
তাদের হামলায় আক্রান্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে কর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
হামলার শিকার হওয়ার পরপরই মির্জা আব্বাস তার প্রচারণা টিম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন।
মির্জা আব্বাসের প্রেস উইং সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।