Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় বিএনপি

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১:২৪ পিএম

বাংলাদেশে সহিংসতা মুক্ত পরিবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের উপদেষ্টা হুমায়ুন কবির মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই চাইছেন।
গত ১৩ই ডিসেম্বর ওয়াশিংটন ডেটলাইনে শিকাগো ভিত্তিক বৈশ্বিক পিআর নিউজওয়ার ‘সিসেশন’ ওই বৈঠকগুলোর খবর প্রচার করেছে। তাদের রিপোর্ট মতে, হুমায়ুন কবির মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে তিনি ৩০ শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটের আর বাকি তিন সপ্তাহের কম সময়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরী হস্তক্ষেপ ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ উল্লেখ করে বিএনপির ওই নেতাকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, নির্বাচনী প্রচারণায় বিরোধী নেতাকর্মীদের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে ও একটি তুলনামূলক ভালো নির্বাচনের জন্য বিএনপি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রণেতাদের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ