পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহের উদ্দেশ্যে রোডমার্চ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় বিভিন্নস্থানে পথসভায় বক্তব্য রাখবেন জোটের নেতারা। ঐক্যফ্রন্ট সূত্র জানায়, কিছুক্ষণের মধ্যে রোডমার্চের যাত্রা শুরু হবে।
আজ শনিবার দুপুর ২টার পর টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমী মাঠে পথসভার মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। পরে ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত যাবে। গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে। রোডমার্চে ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
রোডমার্চ সম্পর্কে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনী প্রচারে সারা দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছি। পথে কয়েকটি জায়গায় পথসভা হবে। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।