Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আধুনিক সিলেট প্রতিষ্ঠা করব

মৌলভীবাজারে সাইফুর রহমানের কবর জিয়ারতে মুক্তাদির

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিলেট-১ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বাধীনতা উত্তরকালে সিলেট-১ আসনের সাধারণ মানুষের এক নিবেদিতপ্রাণ উন্নয়নকামী নেতা ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, মরহুম এম. সাইফুর রহমান। সিলেটের সর্বত্র ছড়িয়ে আছে তার উন্নয়নের ছোঁয়া। তার মেয়াদকাল ছিল সিলেটের উন্নয়নের স্বর্ণযুগ। তার স্বপ্ন ছিল আধুনিক সিলেট প্রতিষ্ঠা। সিলেটে এম. সাইফুর রহমান যে উন্নয়ন কর্মকান্ডের সূচনা করেছিলেন, পরবর্তী জনপ্রতিনিধির ব্যর্থতায় তা থমকে গেছে। ইনশাআল্লাহ, এম. সাইফুর রহমানের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে প্রকৃত আধুনিক সিলেট প্রতিষ্ঠা করবো।
তিনি গতকাল শুক্রবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলার বাহারমর্দান গ্রামে মরহুম এম.সাইফুর রহমান ও তার সহধর্মীনী দুররে সামাদ রহমানের কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন।
এ সময় মরহুম এম. সাইফুর রহমান তনয় সাবেক এমপি এম. নাসের রহমান সিলেটে অবস্থানরত মৌলভীবাজারবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
কবর জিয়ারতকালে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সহ সভাপতি, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, তারেক আহমদ খান এবং মৌলবীবাজার জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুম এম.সাইফুর রহমান ও বেগম দুররে সামাদ রহমানের কবরের পাশে ফাতেহা পাঠ করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ