Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘাতময় হয়ে উঠছে পরিস্থিতি

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলায় আহত ১০ : কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ : চুয়াডাঙ্গায় বিএনপি’র নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ : ফুলপুরে বিএনপির ১৬ শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ১২:১১ এএম, ১৫ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী পক্ষের প্রচার-প্রচারণায় হামলা-সংঘর্ষের ঘটনা ক্রমেই বাড়ছে। আনুষ্ঠানিক প্রচারণার পঞ্চমদিনে গতকালও দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে নৌকার প্রার্থীরা প্রচার- প্রচারণায় সবর থাকলেও উল্টো চিত্র ধানের শীষ প্রার্থীদর। শিবিরে। বাধার মুখে পন্ড হচ্ছে প্রচারণা। হামলা মামলার সাথে রয়েছে ধরপাকড়। গ্রেফতার আতঙ্কে অনেক প্রার্থীসহ হাজারো নেতাকর্মী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। সংঘাতময় হয়ে উঠছে পরিস্থিতি। 

ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, সরকারি দল প্রশাসনকে ব্যবহার করে প্রতিনিয়ত নেতাকর্মীদের বাড়িতে অভিযানে নামে হয়রানি ও গ্রেফতার করছেন। ফলে নেতাকর্মীরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সারা দেশে ঐক্যফ্রন্টের দুই শতাধিক নেতাকর্র্মদের আটক করা হয়েছে।আবার কোথাও নেতাকর্মী সকল বাধা পেরিয়ে প্রচারণার চেষ্টা করা হলেও আওয়ামী লীগের সস্ত্রাসীরা তাদের ওপর হামলা করে পোস্টার, ব্যানার কেড়ে নিয়ে যাচ্ছে। ভাঙচুর করা হচ্ছে নির্বাচনী অফিস ও প্রচারণায় ব্যবহৃত গাড়ি। পূর্বের বিভিন্ন গায়েবি মামলায় অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করছে বলে অভিযোগ ঐক্যফ্রন্ট নেতাদের। নতুন করে দেয়া হচ্ছে মামলা।
গতকাল অন্তত বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণায় বাধা, হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। রামগড়ে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় ১৯ জন আহত হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলায় আহত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। ঝিনাইদহে বিএনপি বিএনপি নেতাকর্মীদের কুপয়ে জখম করা হয়েছে। চান্দিনায় ধানের শীষের সমাবেশ পন্ড হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের তাদের নির্বাচনী অফিসে হামলা করা হয়েছে এমন অভিযোগে মামলা করেছে। এছাড়া গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী’র নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নির্বাচনী প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রাজশাহীতে আটক-৭০
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী জেলা ও নগর পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীর পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) সহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জেলা পুলিশের ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে আটক করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানার পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে আটক করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। নগর পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র জানান।
কলারোয়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা : আহত ১০
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থীহাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিব ও কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান এবং স্থানীয় দুই সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছে।
আহত অন্যান্যদের মধ্যে যুবদল নেতা আশরাফ হোসেন, জেলা ছাত্রদলের সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, রুবেল, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার হেলাতলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ এবং দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি তাজ উদ্দিন রিপনের নাম জানা গেছে। সংবাদ সংগ্রহকালে স্থানীয় দুই সাংবাদিকও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, এই জাতীয় কোন অভিযোগ আমি পাইনি।
শিবপুরের বিএনপির নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, শিবপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। ঘটনা শুনে স্থানীয় ইউপি মেম্বার আমির হোসেন বিএনপি নেতাকর্মীদেরকে দেখতে গেলে পুলিশ তাকেও আটক করে। পুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল জানিয়েছেন বিনা মামলা বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে শিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ফতুল্লা মহিলাসহ গ্রেফতার ১০৩
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ৫ নারীসহ ১০৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শুক্রবার বিভিন্ন এলাকায় তারা নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে পাগলা ও মাসদাইর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১০৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।
চুয়াডাঙ্গায় বিএনপি’র নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুর একাধিক বিএনপির নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতভর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে জীবননগর পৌর এলাকার তিনটি নির্বাচনী ক্যাম্প ভস্মীভূত হয়।
আগুনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রধান নির্বাচনী অফিসে থাকা দুইটি মোটরসাইকেল, পোস্টার ও মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। এ সময় শহরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুনে নেভাতে ছোটাছুটি করে। এছাড়াও পৌর এলাকার লক্ষীপুর, হাইস্কুলপাড়ার ৩টি ক্যাম্পসহ উপজেলার বাঁকা, ঘোষনগর, উথলী, মোক্তারপুর, পেয়ারাতলায় গ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙে রাতের আঁধারে উধাও করে দেওয়া হয়েছে। এসব এলাকায় প্রকাশ্যে ব্যানার কেটে দেওয়াসহ পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন অভিযোগ করেছেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, সুটিয়া গ্রামে আওয়ামী লীগের অফিসে ভাংচুরের বিষয়ে আমার কাছে অভিযোগ আসেনি।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নির্বাচনী প্যান্ডেল ভাঙচুর, বিষ্ফোরণ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে ডিপটি বাড়ীর সামনে বিএনপির সভার জন্য নির্মিত প্যান্ডেলে গত বৃহস্পতিবার বিকেলে ভাংচুর চালায় প্রতিপক্ষ দলের লোকজন। এসময় বেশ কয়েকটি বিষ্ফোরণের প্রচন্ড শব্দ শোনা যায়। পন্ড হয়ে যায় সভা। সভায় উপস্থিত হওয়া লোকজন দিকবেদিক পালিয়ে যায়। আতংক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ : বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় চান্দিনায় ধানের শীষ ও নৌকার সমর্থিতদের পাল্টা-পাল্টি অভিযোগ করেছে। অপরদিকে অপরদিকে কুমিল্লার হোমনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কুমিল্লার হোমনায় আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপি মহাসচিব ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী ড. রেদোয়ান আহমেদ সমর্থিত নেতা-কর্মী ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ সমর্থিত নেতা-কর্মীর উপর হামলার পাল্টা-পাল্টি অভিযোগ করা হয়েছে। গতকাল উপজেলা দোল্লাই নবাবপুর, বরকরই এলাকায় ধানের শীষ প্রতীক সমর্থিত নেতা-কর্মীদের উপর হামলা ও নবাবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে হামলা ভাংচুরের ঘটনায় সভা পন্ড করেছে ২০দলীয় জোট প্রার্থী। অপরদিকে মহিচাইল বাজারে এলডিপি নেতাকর্মীরা আওয়ামীলীগের অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পৃথক ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ড. রেদোয়ান আহমেদ ঘটনাস্থলে না গিয়েই ককটেল বিষ্ফোরণের অসত্য অভিযোগ করেন।
ঝিনাইদহে হামলা : গণগ্রেফতারের অভিযোগ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহ জেলাজুড়ে হামলা আর পুলিশের গনগ্রেফতারে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদ বলেন, বৃহস্পতিবার রাতে শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকের সামনে থেকে শৈলকুপা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও পৌর ছাত্রদলের সভাপতি ইমদাদুল ইসলাম আকূলসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের কনছের আলী মন্ডলের ছেলে আলমকে হাত পা ভেঙ্গে দিয়েছে নৌকার সমর্থকরা। দুপুরে শহরের সৃজনী মোড়ে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন ও ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে নৌকার সমর্থকরা হামলা করে তাদের কুপিয়ে জখম করা হয়। এ সময় তাদের দুইটি মোটরসাইকেল ভাংচুর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়।
মধুখালীতে আটক ২
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন হতে উপজেলা জামায়াতের সদস্য রেজাউল করিম (৩৮) ও তার ভাই বিএনপি কর্মী ইউসুফ আলী (৩৪) কে আটক করেছে পুলিশ। মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে তদন্তাধীন মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।
ফুলপুরে বিএনপির ১৬ শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী প্রচারণার সময় আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ২৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩০০ জনকে আসামী করে ২ টি মামলা দায়ের করেছে শ্রমিক লীগ নেতা নোমান। আ.লীগের মামলা হয়রানির কারণে গ্রেফতার আতংকে এলাকা ছাড়া ফুলপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। যার কারণে ধানের শীষের প্রচারনাও চালাতে পারছে না।
নেতাকর্মীর নামে মামলা
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম হিলালীসহ ২৫০ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে আটপাড়া উপজেলা সদরের ইটাখালী বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে দুর্বৃত্তরা হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে মিছিলে থাকা যুবলীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়ায় আওয়ামী লীগের প্রার্থী অসীম উকিলের সমর্থক ও আওয়ামী লীগের লোকজন একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি থানা সংলগ্ন এলাকায় বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর রাজনৈতিক কার্যালয় ও বাসার সামনে দিয়ে গেলে মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয়। পরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় ওই সময় হিলালীর রাজনৈতিক কার্যালয় থেকে নয়জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
গোসাইরহাটে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর
শরীয়তপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনী ও উপজেলা বিএনপির কার্যালয় হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও ৯ হাজার পোস্টার ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা পোস্টার সাটানোর সামগ্রীসহ নগদ ৩৬ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। এঘটনায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শরীয়তপুরের রির্টানিং কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করার কথা জানিয়েছন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।
রামগড়ে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা : আহত ১৯
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, জেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে বিকেল সাড়ে ৪টার সময় আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী শোডাউনে ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এসময় আ.লীগ ও বিএনপির প্রায় ১৯জন নেতাকর্মী আহত হওয়ায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে। অপরদিকে, খাগড়াছড়িতে প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি ও অংগ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।
পুশিল ও স্থানিয়রা জানান, খাগড়াছড়ি আসনের পৌরসভার সোনাইপুল বাজারে নির্বাচনী শোড়াইন শেষে বাজারে বক্তব্য প্রধান করার সময় আ.লীগ সমর্থিত কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নৌকা প্রতীকে একটি শোডাউন অতিক্রম করা কালীন দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির শ্রমিক দলের সভাপতি কামাল হোসেনসহ বেশ কয়েকজন কর্মী আহত ও আ.লীগের নাছির উদ্দিন, অপু দাস, আবু তাহের ও মোঃ সোহেল আহত অবস্থায় রামগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে বিএনপি নেতা কামাল হোসেন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ