Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না, ড. কামালকে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ৭:২৫ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারে।’

আজ শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, আজকে আমরা দেখি তাদের পরিবারের সদস্যদের বিএনপিসহ যে ঐক্য করা হয়েছে তাতে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের কাছে আমার প্রশ্ন, যারা এত বড় অপরাধ করল আর যে পাকিস্তানী বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোসরদের যখন ধানের শীষে মনোনয়ন দেওয়া হলো আর এই ধানের শীষ নিয়ে যারা আমাদের সঙ্গে ছিল তারা একই সঙ্গে কিভাবে নির্বাচন করবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি না? তবে হ্যাঁ, তাদের লজ্জা একটু কম লাগে বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে খামোস বলতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্য ফ্রন্ট। আজকে ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্না এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ লেখা এত বিবেক! কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তার আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতা যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে সেটাই আমার প্রশ্ন।’

 

 



 

Show all comments
  • রিপন ১৪ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৮ পিএম says : 0
    এক সময় স্বাধীনতা বিরোধীরা যা করেছিল, আজ আ'লিগ তার চেয়েও বেশি করে চলেছে আরও বেশি সময় - টানা ১০ বছর জুড়ে। এই ১০ বছরে যত গুম খুন হয়েছে তা পাকিস্তান আমলকেও ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে একাত্তরের ১৪ ডিসেম্বরকে। আ'লিগ, গোটা বাংলাদেশকেই বানিয়ে ফেলেছে বধ্যভূমি। আ'লিগ চরিত্র খুইয়েছে। এদের বিচার হবে একদিন, - মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে। স্বাধীনতা বিরোধীদের কোলে বাসা বেঁধে, উল্টো স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কুমতলব প্রণোদিত হয়ে মিথ্যের বেসাতি করে বেড়াতে দেখলে ঘৃণাই জাগে, ভালো লাগার প্রশ্নই ওঠে না। প্রমাণ দিতে পারবো কীভাবে স্বাধীনতা বিরোধীদের কোলে বাসা বেঁধেছে এ এবং বলতে পারবো কী কুমতলবে এমন ভণ্ডামী করে বেড়ানো হচ্ছে। অনেকে ইতোমধ্যেই আঁচ করে ফেলেছেন নিশ্চয়ই কোন্ বিষয়টির কথা বলছি। সত্যি বলতে কি, অবাক হয়েছি যেদিন বিষয়টি পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমার কাছে আজকের এই চরিত্র খোয়ানো আ'লিগের চেয়ে আমার প্রাণপ্রিয় দেশমাতা বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় স্বার্থ অনেক বড়। আজ আমি যা বললাম, গতকাল তা বলেছিলেন ঐক্যফ্রন্টে সমবেত মুক্তিযোদ্ধারা, আগামীকাল তা বলবে আরেকজন। তারপর আরেকজন। এভাবে সত্য উচ্চারিত হতে থাকবে জন থেকে জনে। মনে রেখ, গুম খুন গুন্ডা লেলিয়ে দেওয়া - এসব করলেই মানুষের মুখ খামোশ হবে না। সত্য আপন মহিমায় প্রকাশিত হয়, সত্যকে বেশিদিন ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা বৃথা। মানো আর না-ই মানো, পতন তোমাদের হচ্ছেই। বাংলাদেশ মুক্তি পেতে যাচ্ছেই।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ১৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৪১ পিএম says : 0
    আমার প্রশ্ন ক্ষমতার লুভে কত হাজার খোন করিলায় জাতি তুমার কাছে হিসাব চায়। আর কত দালালী ভারতের, বলো তুমাকে বলতে হইবে। গুম কতজন? দেশের সরবনাশ করিয়া পালাইছো, চুরি করিলে হাত কাটার বিধান কত হাজার কুটি টাক্স চুরি করিলায়? তুমার হাত কতবার কাটিতে হইবে? তুমিই বলো ওহে ক্ষমতা লুভী।
    Total Reply(0) Reply
  • Mohammed Sharifur rahman ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:০৯ পিএম says : 0
    Fanki fanki. No more hanki fanki
    Total Reply(0) Reply
  • রুবেল ১৫ ডিসেম্বর, ২০১৮, ৯:১৯ পিএম says : 0
    এমন কোনো প্রশ্ন? প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কি প্রশ্ন করেন একের পর এক ব্যাংক লুট, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, মানুষ গুম, শেয়ার বাজার লুট, এদেশ থেকে নেয়া ভারতীয়দের নজীরবিহীন অংকের রেমিটেন্স, সরকারী প্রকল্পে অস্বাভাবিক খরচ নিয়ে? ড. কামাল বা ফখরুলকে প্রশ্নবানে বিদ্ধ করার অধিকার আপনার আছে। তবে এ্ প্রশ্নবান বেশী থাকা উচিত দশ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারের প্রতি। এটি না করে শুধু সরকারের প্রতিদ্ধন্ধীদের প্রতি প্রশ্নবান নিক্ষেপে মরিয়া হয়ে উঠলে সন্দেহ জাগে এটা কি সাংবাদিকতা নাকি অন্য কিছু?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ