পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী ৩০ ডিসেম্বর বর্তমান স্বৈরাচার সরকারের পতনের দিন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার আবারও ক্ষমতায় আসতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। তাদের দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন ও গণতন্ত্র ধংস দিন দিন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতির এই কঠিন সঙ্কটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি। জনগণই পারে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। দেশের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে সরকার পতনের পর খালেদা জিয়াকে মুক্ত করারও আহ্বান জানান মির্জা ফখরুল। গতকাল (বৃহস্পতিবার) ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, আমরা আগে থেকেই জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সেনা মোতায়নের দাবি করে আসছিলাম। এখনো দাবি করছি ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেন সেনা মোতায়েন করা হয়।
তিনি বলেন, গুম, খুন, পুলিশী হরয়ানি এখনো চলমান রয়েছে। যা এদেশের জনগণ কোন দিন মেনে নেয়নি, আগামীতেও মানবে না। দেশের মানুষ গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়। আওয়ামী লীগের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আমরা চাই এদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমেই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের সুশাসন ফিরিয়ে আনবো। সেই সাথে শিক্ষিত যুবকরা যতদিন চাকুরি না পাবে ততদিন পর্যন্ত শিক্ষিত যুবকসহ অন্যান্য যুবকদের ভাতা দেব। মেয়েদের ক্ষেত্রে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও বৃত্তির ব্যবস্থা করবো। আমরা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করবো। এ জন্য আপনাদেরকে একটি করে ভোট ধানের শীষে প্রদান করে জয়যুক্ত করার আহবান জানান মির্জা ফখরুল। এর পর তিনি সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ১৫টি পথসভায় নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।