পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত নির্বাচনের পূর্বাপর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছেন, নির্বিঘ্নে ভোটদানে কোনরূপ প্রতিকূল পরিস্থিতি দেখা দিলে তার দায়ভার নির্বাচন কমিশন ও প্রশাসনকে বহন করতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য পরিষদ চট্টগ্রামের এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। বুধবার নগরীর জেএমসেন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি রানা দাশগুপ্ত মহান মুক্তিযুদ্ধের চেতনায় সরকার ও পার্লামেন্ট গঠনে এবারও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীসহ গণতন্ত্রকামী সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক, সংখ্যালঘু স্বার্থবিরোধী ও ভূমিদস্যুদের ভোট না দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, এবারের রাজনৈতিক মেরুকরণ থেকে দুঃখের সাথে লক্ষ্য করা গেছে যে, রাজনীতি থেকে নীতি ও আদর্শ অনেক দূরে ছিটকে পড়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ রাজনীতি ক্রমশ জটিল হবার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে কোনভাবেই ভোট দেয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উত্তর জেলার সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে।
এডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ড. জিনবোধি ভিক্ষু, নির্মল চ্যার্টাজী, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, শ্যামল কুমার পালিত, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, ডা. অধরলাল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ধীলন ধর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।