পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ক্যাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে। তবে, এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া পৌরসভা সংলগ্ন এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানকে দাঁড়ানোর জন্য সিগনাল দেয়। এসময় চালক ও হেলপার ক্যাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে ক্যাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে এক কোটি ৬৭ লক্ষ ৫৬ হাজার টাকার শাড়ি ও থান কাপড় উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।