পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সমতল মাঠ তৈরিতে ইসি ব্যর্থ এবং এখনো প্রশাসন ও পুলিশ বাহিনী পক্ষপাতিত্ব আচরণ করছে অভিযোগ তুলে দেশবাসীর প্রতি ভোটের অধিকার আদায়ের আহবান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ভোট দিতে হবে এবং ভোটচুরি ঠেকাতে সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। প্রতিটি আসনের আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ৩০ ডিসেম্বর ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে পাহারা বসাতে হবে। সারাদিন ভোট দেয়ার পর ভোট গণনা পর্যন্ত কঠোর ভাবে থাকতে হবে যাতে ওরা প্রশাসনের সহায়তায় ফলাফল চুরি করতে না পারে। গতকাল সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে দরগা গেইটে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন দেশের জনগণের মালিকানা পুণরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগকে পরাজিত করবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মালিকানা এদেশের ২০ কোটি জনগণের। এ নির্বাচনে আওয়ামী লীগকে বিতাড়িত করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।
সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করার আহবান জানিয়ে ড. কামাল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেটের মর্যাদাপূর্ণ এই আসনে বিএনপি একজন তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছি। সিলেটবাসী ঐক্যফ্রন্ট মনোনীত খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করার মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল অপকর্মের সমুচিত জবাব দেবেন। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষভাবে কাজ করছে না। পুলিশ দলীয়বাহিনীর মতো কাজ করছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এসব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তবে যতো অন্তরায় আর বাধা বিপত্তি আসুক জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠে থাকবে। তিনি নির্বাচন কমিশনকে এ সব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান। ড. কামাল হোসেন বলেছেন, স্ষ্ঠুু ভোট না হলে দেশের মালিকানা জনগণের হাতে থাকবে না। যতো বাধাই আসুক আমরা নির্বাচনে থাকব। ভোটের দিন সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। কেন্দ্র পাহারা দিতে হবে। নিজেদের অধিকার আদায়ে সবাইকে এবার সতর্ক থাকতে হবে। ভোট সবার সাংবিধানিক অধিকার। এ অধিকার নিজে আদায় করতে হবে। তিনি দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, ৩০ তারিখ সকালে আপনারা ভোট প্রয়োগ করবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। দুই নম্বরি করতে দিবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।
নির্বাচনী প্রচারাভিযান শুরু উপলক্ষে বিকেলে সিলেট এসে পৌছান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড.কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী ও নজরুল ইসলাম খান। তারা প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন। পরে, তারা জৈন্তাপুরের চিকনাগুল বাজারে এক জনসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি নেতা আব্দুল গাফ্ফার, মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুল আহাদ খান জামাল প্রমুখ। এদিকে রাতে নগরীর জৈন্তাপুরে সিলেট ৪-আসনের প্রার্থী দিলদার হোসেন সেলিমের প্রচারনায় অংশ নেবেন শরিক হন দলের কেন্দ্রীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নজরুল ইসলাম খান। সিলেট ৩ আসনের প্রার্থী শফি আহমদ চৌধুরীর জন্য মোগলাবাজারে নির্বাচনী প্রচারনায় অংশ নেন ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার গেটের বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নেয় পুলিশ। এছাড়া চেয়ার-টেবিল জব্দ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞার নেতৃত্বে মাইক ও চেয়ার- টেবিল নিয়ে যাওয়া হয়। এসময় ওসি বলেন, দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।