Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার দায় সরকার-ইসির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নির্বাচনী প্রচারণার শুরুতেই হাতপাখার প্রার্থীদের গণজোয়ার দেখে সরকার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হাতপাখার কর্মীদের ওপর হামলা করছে। গতকাল নোয়াখালীতে নির্বাচনী অফিস ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। পটুয়াখালীতে অফিস ভাঙচুর করে কর্মীদের ওপর হামলা করে। নরসিংদীতে নির্বাচনী গণসংযোগকালে গাড়ি ভাঙচুর। সিরাজগঞ্জ-১ আসনে হাতপাখার প্রার্থী মুফতি আল আমীনকে সরকারদলীয় কর্মীরা ওঠিয়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খুলনা-৩ আসনের হাতপাখার প্রার্থী মোজাম্মেল হক খালিশপুরে গণসংযোগকালে ছাত্রলীগ হামলা করে ও প্রার্থীসহ অনেককেই আহত করে। বিভিন্ন স্থানে পোস্টারিং করতে বাধা প্রদান এবং পোস্টার ছিড়ে ফেলাসহ সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর সরকার দলীয় বাহিনী যে হামলা শুরু করেছে তার পরিনতি কারো জন্যই ভালো হবে না। গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ হাতপাখার কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোটালীপাড়া ও বি.বাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মন্ত্রী-এমপিরা সরকারি পতাকাবাহী গাড়ি দিয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। প্রশাসন ও ইসি অসহায় নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ও ইসির এ নির্বিকার ভ‚মিকাই প্রমাণ করে তাদের দ্বারা গ্রহনযোগ্য নির্বাচন পরিচালনা করা কঠিন বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ