পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এখন আর ভাষণ দিয়ে লাভ নেই, অ্যাকশনে যেতে হবে। অনেক কাজ, অনেক ক্যাম্পেইন করতে হবে বলে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেনছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। পল্টনে সহিংসতা দিয়ে নির্বাচনের সহিংতা শুরু করেছে তারা। পল্টনের যে তান্ডব, সেই তান্ডব এখন তারা চালাচ্ছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল।
সহিংসতা কারা করছে, দুই জন কাল মারা গেছে, একজন নোয়াখালিতে আরেকজন ফরিদপুরে, ইউসুফ আল মামুন ইউনিয়ন আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক। তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন ফখরুল সাহেব সহিংসতার কথা বলুন, নাশকতার কথা বলছেন; সরকারি দলের নিপীড়নের কথা বলছেন; এই নিপীড়ন কারা করছে। আজ বিরোধী দল হয়ে আপনারাই তো গতকালে দু’টি খুন; দুটি খুনেই বিএনপি আওয়ামী লীগের কর্মীদের হত্যা করছে। এটার প্রমাণ আছে; এটা কোনো সাজানো বানানো কথা নয়, বলেন আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনী প্রচারে বিএনপির গণজোয়ার নয় গণভাটা শুরু হয়ে বলে মন্তব্য করে তিনি বলেন, মওদুদ উনি কিন্তু জমাতে পারছেন না। বিএনপির ভাঙা হাট কোথাও জমছে না। অথচ উনারা বলছেন গণজোয়ার; আমি বলছি এটাকে গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে। মিডিয়ার একটি অংশ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার একটা অংশ আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। মনে হচ্ছে তারাই ঐক্যফ্রন্ট। এগুলো করে করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এতে নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। এসময় তিনি গণমাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। নির্বাচনী পরিচালনার কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন- নির্বাচনী প্রচার উপ-কমিটির আহ্বায়ক ড. হাছান মাহমুদ ও উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।