Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল জামায়াতের বিক্ষোভ রোববার হরতাল

পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদ- বহাল রাখাকে সরকারি ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামী রোববার সকাল থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। হরতাল ছাড়াও ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ।
বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর পরই এ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।
এদিকে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদ- বহাল রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এদিকে মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় রাজধানীর উত্তর বাড্ডায় বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সালাহউদ্দিন, নেয়ামুল করিম, সাইফুল ইসলাম, ড. আহসান হাবিব ও জিল্লুর রহমান প্রমুখ।
রাজধানীর মিরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তারা এ বিক্ষোভ করে। এসময় মিরপুর অঞ্চলের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহাল রাখার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভে মোহাম্মদপুর জোন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা। বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল কাদের । বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আবদুর রহমান, সাবেক ছাত্রনেতা ফজল আহম্মদ, শিবির নেতা নাহিদ আল হাসান প্রমুখ।
এদিকে উত্তরায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১২ টায় হাউজ বিল্ডিং এলাকায় তারা এ বিক্ষোভ করে। জামায়াতের উত্তরা জোন পরিচালক ইবনে কারিম আহম্মেদের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু উমারসহ উত্তরা জোনের সকল থানার আমির-সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হরতালে পেছাল এইচএসসির ৮ মে’র পরীক্ষা
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ৮ মে (রোববার) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এখন নতুন তারিখে অনুষ্ঠিত হবে এ পরীক্ষাগুলো। এর মধ্যে আট বোর্ডের অধীন ওই দিনের এইচএসসি পরীক্ষা হবে পরদিন ৯ মে। অন্যান্য পরীক্ষার সময় আগের মতোই থাকবে বলে জানিয়েছে বোর্ড সূত্র। কারিগরি বোর্ডের পরীক্ষা হবে ৯ তারিখ সকালে। আর মাদ্রাসা বোর্ডের ৮ মে’র পরীক্ষা হবে ২২ মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল জামায়াতের বিক্ষোভ রোববার হরতাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ