Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুমোদনহীন চায়না ড্রাগন কয়েলকে জরিমানা

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : অনুমোদনবিহীন আমদানিকৃত মশার কয়েলের বিরুদ্ধে বিএসটিআই, ঢাকার উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহির নেতৃতে গতকাল বিএসটিআই এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকার যৌথ উদ্যোগে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে ফ্রেন্ডস ট্রেডিং ইন্টারন্যাশনাল, নামে আমদানিকারক প্রতিষ্ঠানটি তাদের পণ্যের গুণগতমান যাচাই (অপঃরাব ওহমৎবফরবহঃ, ইরড়ষড়মরপধষ বভভরপধপু, গড়রংঃঁৎব, ইঁৎহরহম ঞরসব, উৎড়ঢ়ঢ়রহম ঞবংঃ) ব্যতীত ও বিএসটিআই-এর অনুমোদন গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন (লোগো) ব্যবহার করে ক্রেতাসাধারণকে প্রতারিত করে মশার কয়েল (ব্র্যান্ড : “ঈযরহধ উৎধমড়হ”) পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখার বিষয়টি অভিযানে পরিলক্ষিত হয়। উক্ত প্রতিষ্ঠানের মালিক-মো. সুয়েল পারভেজের বিরুদ্ধে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহি প্রতিষ্ঠানকে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করার পাশাপাশি তার উপস্থিতিতে গোডাউনে সংরক্ষিত মশার কয়েল ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মোছা. রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, বাদী হিসেবে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুমোদনহীন চায়না ড্রাগন কয়েলকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ