পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং জে. এ. আর্কিটেক্টস ও গ্রাউন্ড ওয়ান কনসোর্টিয়াম এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর বর্তমান দুটি ফ্যাক্টরি পাবনা ও রূপসী সম্প্রসারণসহ নতুন আর একটি ফ্যাক্টরি করার বিষয়ে জে. এ আর্কিটেক্টস ও গ্রাউন্ড ওয়ান কসোর্টিয়াম কনসালটেন্ট হিসাবে কাজ করবে। এই সম্প্রসারণের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় টয়লেট্রিজ, কসমেটিক্স, হেলথ ও হাইজিন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে স্কয়ার টয়লেট্রিজ প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মানের পণ্য দেশে এবং দেশের বাইরে সরবরাহের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং জে. এ. আর্কিটেক্টস এর পক্ষে জালাল আহমেদ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।