Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকালে সিলেট থেকে প্রচারণায় নামছে জাতীয় ঐক্যফ্রন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ পিএম

সিলেট আজ বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে বিকাল থেকেই শুরু হবে এই প্রচারণা। এর আগে দুপুর দেড়টায় ঢাকা বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সদস্য মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হযরত শাহজালাল, শাহ পরানের মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। বিকেলে সিলেটে একটি জনসভাও হবে।

ড. কামাল হোসেনের সঙ্গে আজ সিলেট যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুসহ সিনিয়র নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ