পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধানের শীষকে বাংলাদেশের মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টে অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এক সময় বাংলাদেশের মুক্তির মার্কা ছিল নৌকা। কিন্তু এখন সেই নৌকা তলিয়ে গেছে। এখন বাংলাদেশের মুক্তির মার্কা হচ্ছে ধানের শীষ।’
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
বাসাইল উপজেলার কাউলজানী বোর্ড বাজারে আয়োজিত পথসভায় কাদের সিদ্দিকী বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে পারি, বঙ্গবন্ধুর জন্য আমি যৌবন ঝরাতে পারি। কিন্তু তার কন্যা আমাকে ভোটে দাঁড়াতে দেবে না! এ জন্য আমরা ধানের শীষকে জাতীয় মার্কা বানিয়েছি। আগে ছিল এটা বিএনপির মার্কা, আজকে ধানের শীষ হয়েছে বাংলাদেশের মার্কা। বাংলাদেশের স্বাধীনতার রক্ষা করার মার্কা হচ্ছে ধানের শীষ।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেল খানায় রাখছো, তাও আবার পরিত্যক্ত জেলে। জানুয়ারির ১ তারিখ অথবা ২ তারিখ আমি গিয়ে তালা খুলে খালেদা জিয়াকে বের করে আনবো।’
ভোটারদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘৩০ তারিখের ভোট দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবৈধ সরকারকে আজকে সরানোর জন্য সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে ধানের শীষ। সেই জন্য আমরা সবাই মিলে ধানের শীষ নিয়েছি।’
এ সময় ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ বক্তব্য দেন।
Reply Reply All Forward
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।