পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার এই পথ সভায় অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা এসেছেন। ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পেতে। কবিরহাটে আমাদের নির্ধারিত কর্মসূচিতে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিএনপির অনেক নেতাকর্মীকে আহত করেছে। চরহাজারীতে মিছিলের ওপর হামলা হয়েছে। সভাস্থলে আসার পথে প্রতিটিস্থানে মানুষের উপর হামলা করা হয়। আমি বলতে চাই তাদের জনপ্রিয়তা নেই। হামলা মামলা করে পার পাওয়া যাবে না। এদেশের জনগণ আমাদের সাথে আছেন।
রাতে বোমা ফাটানো হয় এমনকি আমার বাড়ির সামনেও বোমা ফাটানো হয়। গতকাল মন্ত্রী বাহাদুর এসেছেন বিরাট পুলিশ পাহারায়। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে। নির্বাচনী আরচণবিধিতে আছে এ ধরনের চলাফেরা করা যায় না। ব্যারিস্টার মওদুদ ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, আপনি ১৫ বছর মন্ত্রী ছিলেন। এলাকায় কোন উন্নয়ন করেননি। যা উন্নয়ন হয়েছে আমার আমলে। আমি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করেছি, গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ৫০ শয্যা হাসপাতাল, উপজেলা ভবন, রেগুলেটর, পৌরসভা, কবিরহাট উপজেলা প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন করেছি। আমি হাজার হাজার যুববকে চাকুরি দিয়েছি।
ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল মঙ্গলবার বিকালে কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের সামনে এক বিরাট পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাবেক সেক্রেটারী ও কানাডা প্রবাসী জিয়াউল হক জিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।