Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে ভয়ের পরিবেশ বিরাজ করছে

গণসংযোগকালে সাকি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে একটা প্রবল স্বৈরতান্ত্রিক শাসন চলছে। এই শাসন সারা দেশে একটা ভয়ের আতঙ্ক তৈরি করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। অবাধে লুটপাটতন্ত্র চলছে। এসবের ন্যূনতম কোনো জবাবদিহি নেই। আজকে দেশে গুম খুন চলছে মানুষের জীবনের নিরাপত্তা নেই। নির্বাচনে প্রচারণাতেও সরকার দলীয় ক্যাডারা বাধা দিচ্ছে। পোস্টার লাগাতেও বাধা দেয়া এবং কর্মীদের উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঢাকা ১২ আসনের এই প্রার্থী গতকাল নিউ ইস্কাটন থেকে প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। কোদাল মার্কা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন।
ঢাকা-১২ আসনে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কর্মীদের উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থকদের দিকে ইঙ্গিত করে জোনায়েদ সাকি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আপনার নাম ভাঙিয়ে তারা বলছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা এখানে অন্য কারও পোস্টার আর লাগবে না। এ রকম কোনো নির্দেশনা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশনকে বলব তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যদি আপনি নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে যারা আপনার নাম ভাঙিয়ে এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
ভয়মুক্ত বাংলাদেশ, কার্যকর গণতন্ত্র, সকলের জন্য উন্নয়ন স্লোগান নিয়ে গণসংযোগ শুরু করেছেন জোনায়েদ সাকি।
হামলার ঘটনা উল্লেখ করে সাকি বলেন, গতকাল রাত থেকে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আমাদের কর্মীরা পোস্টার এবং ফেস্টুন লাগাচ্ছিল কারওয়ান বাজার এলাকায় আমাদের কর্মীদের ওপর হামলা করেছে, মারধর করেছে। আমাদের এক কর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মগবাজার এলাকায় গভীর রাতে পোস্টার লাগানোর সময় আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করুন। যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
সাকির গণসংযোগের সময় তাঁর সঙ্গে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমদ কামাল, শিল্পী অরূপ রাহি, অমল আকাশ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ