পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্র জনজোয়ারে ভেসে যাবে। জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। কুমিল্লা ১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
ড. মোশাররফ অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আওয়ামী লীগের এমপিদের কথামতোই প্রশাসন চলছে। তিনি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি গত সোমবার নির্বাচনী প্রচারণার শুরুর দিনে দাউদকান্দি ঈদগাহ্ ময়দানে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব কথা বলেন। বিএনপির নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি হবে আঁচ করতে পেরে সরকার নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত। ড. মোশাররফ ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব এবং ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এই শো-ডাউনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি একেএম শামসুল হক। মিছিলে নেতৃত্ব দেন ড.খন্দকার মোশাররফ হোসেন। বিকেল ৩ টায় মিছিলটি ঈদগাহ্ থেকে শুরু হয়ে দাউদকান্দি সদর ও দোনারচর এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ্ ময়দানে এসে শেষ হয়। বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ নানা শ্রেণী-পেশার মানুষ শোডাউনে সামিল হয়। মিছিলপূর্ব সমাবেশে ড. মোশাররফ আরো বলেন, গত ১০ বছর এই সরকারের দু:শাসনে দেশ বসবাসের অযোগ্য হয়ে পরেছে। তাদের ডিজিটাল পদ্ধতির দুর্নীতিতে মন্ত্রী-এমপিদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, দেশের মানুষের কোন উপকার হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।