Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুল ও ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িবহরে হামলার নিন্দা ও বিচার দাবি

জমিয়তে উলামা মহাসচিবের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গতকাল দুপুরে ঠাকুরগাঁও বেগুনবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। একই সময়ে বগুড়া-৫ সংসদীয় আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জিএম সিরাজের প্রচারণা বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনারও নিন্দা জানান তিনি। এই দুটি ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেছেন জনাব কাসেমী। গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদপত্রে দেওয়া এক প্রতিবাদপত্রে জমিয়ত মহাসচিব এসব কথা বলেন।
জমিয়তে ইলামার মহাসচিব আরো বলেন, ক্ষমতাসীন দল হামলা, মামলা, মিথ্যাচার এবং আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নগ্নভাবে দলীয় কাজে ব্যবহার করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশন সরকারি দলের পক্ষে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। প্রধানমন্ত্রী ও ইসি সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, অথচ কার্যক্ষেত্রে তার উল্টো চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তারা যেকোনভাবে ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে ঠেলে দিয়ে আরেকটা ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করতে চায়।
আল্লামা কাসেমী সরকারি দলের পক্ষে প্রকাশ্যে ভূমিকা রাখা ডিসিদের সমালোচনা করে বলেন, তারা গণহারে বিরোধী দলের মনোনয়নপত্র বাতিল করে দেয়। অথচ পরে আমরা দেখলাম, আপিল শুনানিতে অধিকাংশ মনোনয়নপত্রই বৈধতার রায় পেয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এই দলবাজ ডিসিদের কাছ থেকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা করার কোন সুযোগ আছে কি?
জমিয়তে উলামার মহাসচিব বলেন, বিরোধী দলের উপর দমপন-পীড়ন চালিয়ে জুলুমের রাজত্ব আর স্থায়ী করা যাবে না। জনগণ সচেতনতার সাথে সবই দেখছেন এবং প্রতিটি ঘটনা নোক্তা দিয়ে রাখছেন। যত ষড়যন্ত্রই করুন, ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। ইনশা আল্লাহ ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
আল্লামা নূর হোসাইন কাসেমী রাজনৈতিক দুর্বৃত্ত ও দুষ্কৃতকারীদের প্রতিরোধে জনগণকে সোচ্চার থাকার আহবান জানিয়ে বলেন, হামলা ও ভাঙচুরকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। তিনি স্বৈরাচারমুক্ত দেশ এবং সন্ত্রাসমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়তে দলে দলে কেন্দ্রে গিয়ে ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ