Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের মাঠে ১৮৪১ প্রার্থী, স্বতন্ত্র ৯৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৮ এএম | আপডেট : ১০:০৯ এএম, ১১ ডিসেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামলেন ১৮৪১ প্রার্থী। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন ১৭৪৫ প্রার্থী। আর স্বতন্ত্র হিসেবে মাঠে থাকছে ৯৬ প্রার্থী। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা বিভাগে। এখানে ৭০ টি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৪৫৬। রাজনৈতিক দলগুলোর প্রার্থীও এই বিভাগে সবচেয়ে বেশি—৪৩৫। এখানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২১।

চট্টগ্রাম বিভাগে মোট ৫৬ আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪১৭। এই বিভাগে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—৩৬ জন। বিপরীতে রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ৩৮১।

স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম খুলনা বিভাগে। এখানে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আছেন। রাজনৈতিক দলগুলোর প্রার্থী আছেন ১৫৮ জন। এই বিভাগে মোট আসন ৩৬টি। ১৯ আসনের বিভাগ সিলেটেও স্বতন্ত্র প্রার্থী আছেন তিনজন। বিপরীতে এখানে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ১১১।

রংপুর বিভাগে ৩৩ আসনের বিপরীতে প্রার্থী আছেন ২৩৫। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১২ জন। ময়মনসিংহ বিভাগে রয়েছে ২৪টি আসন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়ছেন ১২১জন, স্বতন্ত্র হিসেবে আছেন ৬ জন।

বরিশাল বিভাগে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আছেন। রাজনৈতিক দলগুলোর প্রার্থী আছেন ১০১ জন। এই বিভাগে মোট আসন ২১ টি। আর রাজশাহী বিভাগের ৩৯ আসনে প্রার্থীর সংখ্যা ১৯৭ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১০ জন।



 

Show all comments
  • ALAMGIR HOSSEN ১১ ডিসেম্বর, ২০১৮, ৯:৪৮ এএম says : 0
    সব দলের নিউজ থাকলেও ইসলামী আন্দোলনের নিউজ থাকে না কেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ