Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীরা পেলেন মার্কা

ঢাকা মহানগরে ১৩২ প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশন এবং জেলা প্রশাসকরা তাদের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। মূলত প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারণা শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
ইসি সূত্র বলছে,এবারের নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলই অংশ নিয়েছে। এছাড়া দুই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থী-সমর্থকরা। কেননা, প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে দেড় হাজারের মতো প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রয়েছে নির্বাচনী মাঠে।
নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এর মধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজস্ব এবং স্বতন্ত্র প্রার্থীদের অবশিষ্ট প্রতীকগুলো থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। দেশের বিভিন্ন জেলার ডিসিরা জানিয়েছেন, প্রতীক পেয়েই নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা। অনেকে পোস্টারও টানানো শুরু করেছেন। আচরণ বিধি ভঙ্গ করেও অনেককে মিছিল করতে দেখা গেছে। ঢাকা মহানগরে ১৫টি আসনে মোট ১৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনের যোগ্য হিসেবে প্রতীক পেয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কে এম আলী আজম বলেন, মনোনীত প্রার্থীরা আজ (গতকাল সোমবার) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। আচরণবিধি নিরূপণে প্রতিটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট কাজ করছে। দুইজন সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজ করছেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সাহায্য নিচ্ছি। আচরণবিধি লঙ্ঘন করলে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হবে। বিধি অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৬ মাসের জেল দেয়ার বিধান রয়েছে।
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন। প্রথমে ঢাকা-১ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবিদ হোসেন পেয়েছেন কাস্তে, ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক, ইসলামী আন্দোলনের কামাল হোসেন পেয়েছেন হাতপাখা, বিকল্প ধারার জালাল উদ্দিন পেয়েছেন কুলা, জাকের পার্টির শামসুদ্দিন আহমদ পেয়েছেন গোলাপ ফুল, বাংলাদেশ বিল্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন পেয়েছেন কোদাল, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন গাড়ি ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। ঢাকা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ পেয়েছেন বটগাছ, বিএনপি প্রার্থী ইরফান ইকবাল ইবনে আমান অনিক পেয়েছেন ধানের শীষ, গণফোরামের মোস্তফা মহসীন মিন্টু পেয়েছেন ধানের র্শীষ, আওয়ামী লীগের নৌকা পেয়েছেন মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহিরুল ইসলাম পেয়েছেন, হাতপাখা, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল পেয়েছেন লাঙ্গল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সুকান্ত শফি চৌধুরী পেয়েছেন কাস্তে।
ঢাকা-৩ আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ পেয়েছেন নৌকা। ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন নৌকা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন হাতপাখা। ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ধানের শীষ, আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহম্মদ পেয়েছেন নৌকা, ইসলামী অন্দোলন বাংলাদেশের মো.আবদুল মান্নান পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টি খান মোহাম্মদ ইসরাফিল পেয়েছেন লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এমএ মান্নান পেয়েছেন তারা প্রতীক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ