পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
উচ্চ আদালতের রায়ে কারাবন্দী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন কিনা এই বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। তবে ইতোমধ্যে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির দুঃসময়ে দলের কান্ডারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের অন্যতম রূপকার মাহবুবুর রহমান মান্নার প্রার্থিতার কারণে ভোটের রাজনীতি অন্যরকম মাত্রায় উন্নীত হয়েছে।
বগুড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র ইনকিলাবকে বলেন, সরকারি দলের হাইকমান্ড ভাবতেই পারেনি, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে। ঐক্যফ্রন্ট গঠন এবং ভবিষ্যৎ আন্দোলনের পথ খোলাসা করতে যেকোন মূল্যে শেষ পর্যন্ত নির্বাচনে থেকে যাওয়ার ঘোষণায় সরকারি দলের পূর্বে প্রণীত ব্লপ্রিন্ট আর কাজ করছে না। স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্রও ইনকিলাবকে বলেন,তারাও জানতো বিএনপি নির্বাচন বর্জন করলে বগুড়ার ৭টি সংসদীয় আসনের সবগুলোই তারা মহাজোটের শরিকদের উপহার হিসেবে হয়তো দিয়ে দিত। কিন্তু ঐক্যফ্রন্ট গঠনের পর তার সাথে বিএনপির গাঁটছাড়া বন্ধন তৈরী হয়। মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী, আ স ম রব, কর্ণেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না প্রমূখ তারকা রাজনীতিবিদ যৌথভাবে নির্বাচন করার ঘোষণায় সরকারের সাজানো ছকের অনেক কিছুই ওলট পালট করে দেয়। ফলে সরকারি দল ২০১৪ সালের নির্বাচনে যারা যে আসনে এমপি ছিল তাদের সবাইকেই সেই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। সেই কারণে এবার আওয়ামী লীগ বগুড়া-১ (সোনাতলা/সারিয়াকান্দি) ও বগুড়া-৫ (শেরপুর/ধুনট) দুটি ছাড়া অন্য ৫টি আসনের ৪টিতে জাতীয় পার্টি এবং ১টিতে জাসদ (ইনু) এর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ফলে বগুড়া-৬ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার বিপরীতে থাকছেনা আওয়ামী লীগের কোন প্রার্থী।
মাঠ পর্যায়ের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও মাহমুদুর রহমান মান্নার প্রতি দুর্বলতা অনুভব করেন বলে অনুসন্ধানে দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, মাঠপর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা হয়তো দলীয় সিদ্ধান্তের কারণে তাকে ভোট দেবেনা বা ভোটের কাজ করবেনা তবে তারা বিরোধিতাও করবেনা।
বগুড়া-৬ (সদর) আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের ক্লিন ইমেজ পলিটিশিয়ান ভাবমূর্তিও তার জয়ের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করেন ভোটাররা। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম প্রসঙ্গত বলেন, মির্জা ফখরুল ও মাহমুদুর রহমান মান্নার যে জাতীয় ভাবমূর্তি রয়েছে , তাতে তারা অরাজনৈতিক স্বভাবের ভোটারদের ভোট ব্যাপকভাবে টানতে পারবেন।
এদিকে বগুড়ার সিভিল ও পুলিশ প্রশাসনের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে দেখা গেছে, দু’জন ভিআইপি প্রার্থীর কারণে তারাও স্নায়ু চাপে ভুগছেন। কারণ দুজন ভিআইপি প্রার্থীর নিরাপত্তাসহ ভোটের আগে ও ভোটের দিনে যেন সব কিছু ঠিকঠাক থাকে সেজন্যে তাদের বিশেষ সতর্ক থাকতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।