Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাথন কান ঝালাপালা শুরু হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হেমন্তের শেষ লগ্ন। ঋতু পরিক্রমায় পঞ্জিকার হিসাবে শীতকাল আসতে আরও পাঁচ দিন। কিন্তু পঞ্জিকা অনুসরণ না করেই অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ থেকেই সারাদেশে শীত অনুভূত হতে শুরু করেছে। এবার আগাম শীতের সঙ্গে ভোটযুদ্ধের উত্তাপ। আজ প্রতীক বরাদ্দের পরই শুরু হবে শব্দের ঝড়।
২০১৮ সালের ডিসেম্বরে যেন ফিরে এলো ২০০৮ সালের ডিসেম্বরে চলা নির্বাচনী প্রচারণার চেহারা। গতকাল মনোনয়নপত্র প্রত্যারের পাট চুকে গেছে। আজ প্রতীক পাওয়ার পরই কান ফাটানো মাইকের আওয়াজ শুরু হবে। রাজধানীসহ সারাদেশে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মাইকে প্রচারণা। সে জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে মাইক। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার সামনে ও পিছনে মাইকে লাগিয়ে পাড়া মহল্লা শুরু হবে প্রচারণা। মাইকের ঝনঝনানিতে কান ঝালাপালা হলেও তা সবাইকে সহ্য করতেই হবে। পাঁচ বছর পর প্রায় তিন সপ্তাহের জন্য ফিরে আসে মাইকের ঝনঝনানি। মাইকে বলা হবে, ‘...অমুক ভাইয়ের সালাম নিন। ...অমুক মার্কায় ভোট দিন।’ ‘আপনার এলাকা তথা দেশের উন্নয়নে অবদান রাখতে ভোট দিয়ে ...অমুক ভাইকে জয়যুক্ত করুন।’
প্রত্যেক প্রার্থীর জন্য মাইকিং চলবে। সে সঙ্গে মিছিল, স্লোগান আর মিটিং। আসছে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত কান ফাটানো মাইকিং চলবে। মাইকের কদর নির্বাচন মৌসুমে যেভাবে বেড়ে যায় তা অন্য সময় খুব একটা দেখা যায় না। তবে প্রচারণায় প্রার্থীদের যাতে অসুবিধা না হয় সে কাজটি আগেই গুটিয়ে রেখেছে নির্বাচন কমিশন। তাদের ইস্যু করা সার্কুলারের প্রেক্ষিতে স্কুল-মাদরাসায় বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আর ভর্তি পরীক্ষায় আগামী ১০ দিনের মধ্যে শেষ হবে।
এদিকে আবহাওয়া অধিদফতর আগেই জানিয়ে দিয়েছে এবার শীতের তীব্রতা বেশিই হবে। আর সে নমুনা শীত মৌসুম শুরুর আগে থেকেই দেখা যাচ্ছে। তবে তীব্র শীত নির্বাচনী প্রচারণাকে কাবু করতে পারে তেমনটি কেউই মনে করছেন না। বিশেষ করে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও বিএনপির কার্যালয়ের ছাদে লাগানো নতুন মাইক দেখা গেছে। গত দু’দিন আগেই মাইক লাগানোর কাজটি শেষ করা হয়।
এখন শুধু কাঙ্খিত সেই সময়ের অপেক্ষা। রাজধানীসহ সারাদেশে শুরু হতে যাচ্ছে ম্যারাথন কান ঝালাপালা করার পর্ব। কেউ কেউ এমন প্রস্তুতি দেখে বলছেন, মাইকের গরমে শীত নিজেই কাবু হয়ে যেতে পারে।



 

Show all comments
  • হতদরিদ্র দীনমজুর ১০ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৮ এএম says : 0
    চুংঙা ফুকিয়ে মিছিল করতাম ভোট দিন ভোট দিন কুড়েঁঘরে ভোট দিন | কুড়েঁঘরে ভোট দিলে শান্ত পাবে দেশের লোকে| অপর পখ্খ বলতো কুড়েঁঘর ভাইংগা চুইড়া নৌকায় ভর| কড়েঘরে থাকে কারা ইদুর আর তেলাপোকা|| সেদিন রাজনিতিতে কতইনা মনোনশীলতা ছিল| ছিল দেশপ্রেম , ভ্রাত্রিত্ববোদ আমার চাচা চিনা বামপন্থি রাজনিতির একজন পুড়োদা| নীতির সাথে কখনো আপোস করেননি| কিন্তু আজ রাজনীতিতে রাহুর গ্রাস| নিজে নেতা হবো ভাল খাব ভাল পড়বো বিলাবহুল বাড়ি বানাব এসিগাড়ি চড়বো|| হায়েরে দেশের আমিত্ব রাজনীতি | লাশ পড়লেও নেতা হতে হবে|||
    Total Reply(0) Reply
  • jack ali ১০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৬ এএম says : 0
    In Islam someone is praying in the Masjid .....nobody allow to recite Qur'an loudly, not only that if some is preparing home work for school/college/university..nobody is allowed to recite Qur'an Loudly...If someone is sleeping ....nobody is allow recite Qur'an Loudly,,,, if someone is ill.....nobody allow to recite Qur'an Loudly ......then how come these people using mike and cause devastating effect on human body and mind.. All the Government made people savage and barbaric.....Because these government have Divorced the Magnificent Law of Allah [SWT]
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ