Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ জনকে ধানের শীষ প্রতীক দিতে ইসিকে বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৬ পিএম

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ২৫ জনকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পৌঁছে দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিসহ জোটবদ্ধ নিবন্ধিত দলগুলোর একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনী প্রতীক বরাদ্দের নিমিত্ত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০(১)(এ) অনুচ্ছেদের বিধানমতে নিম্নোক্ত ছকে উল্লিখিত প্রার্থীদের নামের পার্শ্বে বর্ণিত সংসদীয় আসনে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ প্রদানের জন্য অনুরোধ করা হলো।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম দেয়া আসনগুলোর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে আ ম সা আ আমিন, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এ এইচ এম খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মোহসীন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।

কর্ণেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে এলডিপিকে দেয়া আসনগুলোর মধ্যে ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ আসনে ড. রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মো. শাহাদত হোসেন, চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল আলম।

আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে দেয়া আসনগুলোর মধ্যে- কিশোরগঞ্জ-৩ আসনে প্রফেসর ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আবদুর রব।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দেয়া আসনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহিনুর পাশা চৌধুরী, সিলেট-৫ আসনে উবাইদুল্লাহ ফারুক।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগকে দেয়া আসনগুলোর মধ্যে- টাঙ্গাইল-৪ আসনে মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ আসনে কুড়ি সিদ্দিকী, গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী।

খেলাফত মজলিসকে দেয়া আসনগুলোর মধ্যে- হবিগঞ্জ-২ আসনে আবদুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের। বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীককে চট্টগ্রাম-৫ আসনে এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ