পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শুক্রবার ২০৬ আসনে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অবশিষ্ট ৯৪ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে দলটি। এসব আসনের মধ্যে বিএনপির প্রার্থী ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটের শরীক দলগুলোকেও আসন দেয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোকে মোট ১৯টি আসন দেয়া হয়েছে। এর মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামকে ৭টি আসন, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) ৫টি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি আসন দেয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন অপর জোট ২০ দলের মধ্যে জামায়াতে ইসলামী ছাড়া অন্য দলগুলোকে দেয়া হয়েছে ১৩টি আসন। এর মধ্যে কর্ণেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ৫টি, জমিয়তে ওলামায়ে ইসলামকে ৩টি, জাতীয় পার্টিকে (জাফর) ২টি, জাতীয় পার্টিকে (জেপি) ১টি, ন্যাশনাল পিপলস পার্টিকে (এনপিপি) ১টি, কল্যাণ পার্টিকে ১টি আসন দেয়া হয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যার পর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে জোট সঙ্গীদের কাছে চূড়ান্ত দলীয় মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়। এবার সব রাজনৈতিক দলগুলোই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে।
এদিকে চাঁদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলন, নারায়নগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, গোপালগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান, শেরপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ফাহিম চৌধুরীর সমর্থকরা তাদের নেতাদের মনোনয়ন দিতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে। এক পর্যায় বিক্ষুব্ধরা দলের কার্যালয়ে ইটপাটকেলে নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করে। এরকম পরিস্থিতিতে রাত ৮টার দিকে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্ধের চিঠি দেয়ার কাযর্ক্রম স্থগিত করে দেয়। গত শুক্রবার দলের ২০৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
গতকাল যারা দলের প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে চিঠি পেয়েছেন তারা হলেন : ১২ আসনে নতুন করে মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন- সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির, চট্টগ্রাম-৮ আসনে মোর্শেদ খান, নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান, গাইবান্ধা-২ আসনে আব্দুর রশিদ সরকার, জামালপুর-১ আসনে রশিদুজ্জামান মিল্লাত, কুমিল্লা-৬ আসনে আমিনুর রশিদ, ময়মনসিংহ-১ আসনে আলী আজগর, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, নেত্রকোণা-৫ আসনে আবু তাহের তালুকদার, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিন বকুল, বরগুনা-২ আসনে খন্দকার মাহবুব হোসেন।
ঐক্যফ্রন্টের চার দলকে ২০টি আসন দিয়েছে বিএনপি। এসব আসনের মধ্যে গণফোরামকে ৭টি, নাগরিক ঐক্য ও জেএসডিকে ৫টি করে, কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি আসন দেয়া হয়েছে।
গণফোরাম: গণফোরামের ৭টি আসন হল- ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালেকুজ্জামান, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাঈদ, কুড়িগ্রাম-২ আসনে আমছা আমিন, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর।
নাগরিক ঐক্য: দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, রংপুর-১ আসনে শাহ মো. রহমতউল্লাহ ও রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
জেএসডি: জেএসডির আসনগুলো হল- লক্ষীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ আসনে সাইফুল ইসলাম, শরীয়তপুর-১ আসনে নূরুল ইসলাম।
২০ দলের শরীকদের প্রার্থী : বিএনপি নেতৃত্বাধীন অপর জোট ২০ দলের ৫ শরীক দলকে ১২টি আসন দেয়া হয়েছে।
এলডিপি: এলডিপিকে দেয়া আসনগুলোর মধ্যে- চট্টগ্রাম-১৪ আসনে কর্ণেল (অব.) অলি আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে নূরুল আলম, কুমিল্লা-৭ আসনে ড. রেদোয়ান আহমেদ, লক্ষীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।
জাতীয় পার্টি (জাফর): জাতীয় পার্টিকে (জাফর) দেয়া আসনগুলোর মধ্যে- গাইবান্ধা-৩ আসনে টিআইএম ফজলে রাব্বি, কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিঙ্কন।
কুষ্টিয়া-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে, চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক, ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।