Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৪ প্রার্থীর তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মেনন-ইনু-দিলীয় বড়ুয়ার মতো বাম ধারার আদর্শের রাজনীতি থেকে সরে এসে দল বর্গা না দিয়েই স্বতন্ত্র ভাবে প্রার্থী ঘোষণা করেছে বাম গণতান্তিক জোটের প্রধান শরীক সিপিবি। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এই নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা নয়, উৎসবও নয়। এই নির্বাচনের অন্যতম তাৎপর্য হলো, এই দেশ আগামী দিনে কীভাবে চলবে সে বিষয়ে জনগণের ম্যান্ডেড নেওয়া। দলের প্রার্থীরা কাস্তে মার্কায় নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, সিপিবির এক পা নির্বাচনে আর আরেক পা আন্দোলনে।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নৌকা ও ধানের শীষ লুটপাটের চলতি সিস্টেম বহাল রাখতে চায়। এই বিবেচনায় এরা একই পন্থার। এরা ১ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী আর বাম জোট ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায়। সেই সংগ্রামের অংশ হিসেবে এক পা নির্বাচনে, আরেক পা আন্দোলনে।
পরে মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবি মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এ সময় রুহিন হোসেন প্রিন্স। কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ আল ক্বাফী, আহসান হাবীব লাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ