Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপিলেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ৬:২২ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ ডিসেম্বর) ইসির অস্থায়ী এজলাসে শুনানি শেষে দ্বিধাবিভক্ত রায় দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। শুনানিতে ইসির ৫ কমিশনারের মধ্যে ৪জন বাতিলের পক্ষে রায় দেয় এবং কমিশনার মাহবুব তালুকদার বৈধ রাখার পক্ষে রায় দেয়। বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২ ডিসেম্বর প্রাথমিক বাছাইয়ে তার সবকটি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ইসিতে খালেদা জিয়ার পক্ষে আপিল করা হয়। আপিলের ক্রম অনুযায়ী আজ শুনানির দিন ধার্য্য ছিল। দুপুরের পর একবার আপিলের শুনানি শুরু হলেও তা স্থগিত করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার পর আবারও শুনানি শুরু হয়। শুনানিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের রায় দেয় ৪ নির্বাচন কমিশনার এবং বৈধতার পক্ষে রায় দেয় একজন।



 

Show all comments
  • রিপন ৮ ডিসেম্বর, ২০১৮, ৯:০৩ পিএম says : 0
    এ নতুন কিছু নয়। সামাজিক বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করেন এমন শিক্ষানবীশও বলতে পারেন এমনটি অপ্রত্যাশিত কিছু ছিল না। আর্টিকেল ৬৬ তত্ত্ব নিয়ে যাঁরা মাথা ঘামিয়েছিলেন, তাঁদের মোহভঙ্গ এবার হয়েছে আশা করি।অযথা ওপথে সময় শক্তির অপচয় আর না করে, গণআন্দোলন গড়ে তোলায় মনোনিবেশ করাই শ্রেয়। রাজনৈতিক দুরভিসন্ধির রফা রাজনীতির দুরমুশপেটা দিয়েই করতে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ